Australian Open: নোভাকের ম্যাচে ফেডেরার ধ্বনি! মারের বিদায়, দর্শক সংখ্যায় নজির

Novak Djokovic: হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন নোভাক জকোভিচ। ম্যাচেও সমস্যায় পড়লেন। দিমিত্রভের বিরুদ্ধে প্রথম গেম জেতেন টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই। শেষ অবধি নোভাকের পক্ষে ফল ৭-৬ (৯-৬)। দ্বিতীয় গেমটি সহজেই ৬-৩ এ জেতেন নোভাক। তৃতীয় গেমে ৫-৪ এগিয়ে সার্ভ ধরে রাখার প্রয়োজন ছিল।

Australian Open: নোভাকের ম্যাচে ফেডেরার ধ্বনি! মারের বিদায়, দর্শক সংখ্যায় নজির
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2023 | 5:34 PM

মেলবোর্ন : রজার ফেডেরার পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন। ক্রীড়াক্ষেত্রে গত বছরের অন্যতম স্মরণীয় ঘটনা ছিল এটাই। ফেডেরার অবসর নিলেও সমর্থকরা ‘অবসর’ নেননি। গ্যালারিতে এখনও ফেডেরার ধ্বনি। এমনটাই ঘটল নোভাক জকোভিচের ম্যাচে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নেমেছিলেন নোভাক। ফেডেরার ধ্বনিতে কোনও অস্বস্তি নয়, বরং কিংবদন্তি ফেডেরারকে অনবদ্য উপহার দিলেন যেন। রড লেভার এরিনায় গ্য়ালারি থেকে এক সমর্থক আওয়াজ দেন ‘কাম অন রজার’। গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে রাউন্ড দ্য় নেট ফোরহ্য়ান্ডে উইনার মারেন নোভাক জকোভিচ। সমর্থকরাও কুর্নিশ জানান নোভাক জকোভিচকে। অস্ট্রেলিয়ান ওপেনের আরও বিস্তারিত TV9Bangla-য়।

হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন নোভাক জকোভিচ। ম্যাচেও সমস্যায় পড়লেন। দিমিত্রভের বিরুদ্ধে প্রথম গেম জেতেন টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই। শেষ অবধি নোভাকের পক্ষে ফল ৭-৬ (৯-৬)। দ্বিতীয় গেমটি সহজেই ৬-৩ এ জেতেন নোভাক। তৃতীয় গেমে ৫-৪ এগিয়ে সার্ভ ধরে রাখার প্রয়োজন ছিল। তৃতীয় গেম জিতে স্ট্রেট সেটে নোভাক জিতলেন ৭-৬ (৯-৭), ৬-৩, ৬-৪ ব্যবধানে। এমন চোট নিয়ে গ্র্যান্ড স্লামের মঞ্চে খেলা সহজ নয়। নোভাক বলছেন, ‘সত্যি বলতে পরিস্থিতি খুব একটা ভালো নয়। প্রতিটা দিন ধরে এগোচ্ছি। গত ম্যাচে তুলনামূলক ফিট ছিলাম। ফিজিও চেষ্টা করছে দ্রুত সারিয়ে তোলার। আশা করছি, এই চোট নিয়ে খুব বেশি ভুগতে হবে না।’ এই নিয়ে ১৫ বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনে আরও একটা ধাক্কা। তৃতীয় রাউন্ডেই বিদায় হয়ে গেল অ্যান্ডি মারের। স্পেনের রবার্তো বাউতিস্তার বিরুদ্ধে প্রথম গেম হেরে পিছিয়ে পড়েন ব্রিটিশ টেনিস তারকা অ্য়ান্ডি মারে। যদিও দ্বিতীয় গেমে দারুণ প্রত্যাবর্তন। দ্বিতীয় গেমটি টাইব্রেকারে ৭-৬ (৯-৭) জিতে ঘুরে দাঁড়ান। প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। পরের দুটি গেম ৬-৩, ৬-৪ জিতে মারের বিদায় নিশ্চিত করেন বাউতিস্তা।

দর্শক সংখ্যায় নজির হল অস্ট্রেলিয়ান ওপেনে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। দিনের ম্যাচে স্ট্যান্ডে ছিলেন ৬০,৪৫৭। রাতের ম্যাচে ৩৪,৩৯৭। এর আগে ২০১২ অস্ট্রেলিয়ান ওপেনে রাতের ম্যাচে সর্বাধিক ২৮,৩৭৭ দর্শক উপস্থিতি ছিল। দিন-রাতের ম্যাচ মিলিয়ে সর্বাধিক দর্শক উপস্থিতি ছিল ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনে (৯৩,৭০৯)। এ দিন মোট সংখ্যা ৯৪,৮৫৪।