Shoaib Malik-Sania Mirza: ৩ বছর ধরে সানিয়াকে ঠকাচ্ছিলেন শোয়েব? বিস্ফোরক তথ্য ফাঁস পাকিস্তানি টিভির!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 22, 2024 | 6:31 PM

হঠাৎ করে সানার সঙ্গে দেখা হয়েছে শোয়েবের, তা নয়। বরং দীর্ঘদিন ধরেই নাকি এই দু'জন গোপনে মেলামেশা করছিলেন। এমনও তথ্যও সামনে এসেছে। প্রায় তিন বছর ধরে দু'জনকে নানা সময় দেখা যাচ্ছিল। ২০১৮ সালে সানিয়া মা হন। তারপর থেকেই শোয়েবের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে দেখা গিয়েছে। ওয়াকিবহাল মহল, বিশেষ করে শোয়েবের পরিবারও এই ঘটনায় সানিয়ার পাশেই দাঁড়িয়েছে।

Shoaib Malik-Sania Mirza: ৩ বছর ধরে সানিয়াকে ঠকাচ্ছিলেন শোয়েব? বিস্ফোরক তথ্য ফাঁস পাকিস্তানি টিভির!
৩ বছর ধরে সানিয়াকে ঠকাচ্ছিলেন শোয়েব? বিস্ফোরক তথ্য ফাঁস পাকিস্তানি টিভির!

Follow Us

করাচি: শোয়েব মালিক (Shoaib Malik) কি ঠকাচ্ছিলেন সানিয়া মির্জাকে (Sania Mirza)? এই প্রশ্ন এখন প্রবল ভাবে দেখা দিয়েছে। ভারতের প্রাক্তন টেনিস তারকাকে ডিভোর্স দিয়ে পাকিস্তানি টিভি অভিনেত্রী সানা জাভেদকে কার্যত গোপনে বিয়ে করেছেন প্রাক্তন ক্রিকেটার। ওই বিয়ের মাস তিনেক আগেই নাকি সানিয়ার সঙ্গে সরকারি ভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল শোয়েবের। কিন্তু বিয়ের অনেক আগে থেকেই নাকি গোপনে প্রেম শুরু করছিলেন শোয়েব-সানা। যার পর প্রশ্ন উঠে গিয়েছে, সানিয়াকে কি ৩ বছর ধরে ঠকাচ্ছিলেন শোয়েব? এই প্রশ্ন শুধু তুলে ধরাই নয়, এর পিছনে থাকা যাবতীয় গোপন তথ্য ফাঁসও করে দিয়েছে পাকিস্তানি টিভি চ্যানেল ‘শমা’।

হঠাৎ করে সানার সঙ্গে দেখা হয়েছে শোয়েবের, তা নয়। বরং দীর্ঘদিন ধরেই নাকি এই দু’জন গোপনে মেলামেশা করছিলেন। এমনও তথ্যও সামনে এসেছে। প্রায় তিন বছর ধরে দু’জনকে নানা সময় দেখা যাচ্ছিল। ২০১৮ সালে সানিয়া মা হন। তারপর থেকেই শোয়েবের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে দেখা গিয়েছে। ওয়াকিবহাল মহল, বিশেষ করে শোয়েবের পরিবারও এই ঘটনায় সানিয়ার পাশেই দাঁড়িয়েছে। শোয়েব যে ঠিক করেননি ভারতীয় তারকার সঙ্গে, তাও মেনে নিয়েছেন তাঁরা।

শমা টিভির ওই সাংবাদিকের কথা অনুযায়ী, ‘গত ৩ বছর ধরে শোয়েব-সানা একে অপরের সঙ্গে দেখা করছিলেন। ওই সময় উমেইর জয়সওয়ালের সঙ্গে বৈবাহিক সম্পর্কেই ছিলেন সানা। তাঁর সঙ্গে শোয়েবের প্রথম দেখা হয় জিও পাকিস্তান নামের একটি শো-তে। ওই টিভি শো-তেই নিয়মিত দেখা হত দু’জনের। এমনও জানা যাচ্ছে, ওই শো-তে অংশ নেওয়ার আগে শোয়েব শর্ত রেখেছিলেন, সানাকে নিতে হবে তবেই তিনি যোগ দেবেন। শোয়ের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা ব্যাপারটা খেয়াল করেননি, সানা বিবাহিত হওয়ায়। আসল কারণ কিন্তু গভীরে লুকিয়ে ছিল।’ এর পর অনেকেই বলতে শুরু করেছেন, ৩ বছর ধরেই সানিয়াকে ঠকাচ্ছিলেন শোয়েব। যা জানতে পেরে দ্রুত ওই সম্পর্ক থেকে সরে গিয়েছিলেন সানিয়া।

এতেই শেষ নয়, ওই রিপোর্টার দাবি করেছেন, সানা আর উমেইরের বিবাহবিচ্ছেদ এত নীরবে হয়েছিল যে, কাকপক্ষীও টের পায়নি। কেন এমনটা হয়েছিল, সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন পাকিস্তানি সাংবাদিকরা।

Next Article