Super Dadi Wins Gold Medal : জন্ম ১৯১৭ সালে, শতবর্ষ পার করেও সোনা জিতছেন ‘উড়ন্ত পরী’!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 29, 2023 | 1:08 PM

১০৬ বছরের এই 'উড়ন্ত পরী' হরিয়ানার কাদমা গ্রাম নিবাসী। রামবাঈয়ের পুরো পরিবারই অ্যাথলিট।

Super Dadi Wins Gold Medal : জন্ম ১৯১৭ সালে, শতবর্ষ পার করেও সোনা জিতছেন উড়ন্ত পরী!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : বয়স ৭০-৮০ হলেই বার্ধক্যজনিত নানাবিধ রোগের ভারে নুয়ে পড়ে মানুষ। বর্তমানে মানুষের যা লাইফস্টাইল তাতে গড় আয়ু কমছে। কিন্তু ব্যতিক্রমও রয়েছে। তেমনই এক ব্যতিক্রম হলেন হরিয়ানার বাসিন্দা রামবাঈ। শুধু ব্যতিক্রম নয়, বলা চলে মিরাকেল ঘটিয়েছেন তিনি। রামবাঈয়ের জন্ম ১৯১৭ সালে। বর্তমান বয়স ১০৬ বছর। এই বয়সে তিনি যে শুধু সুস্থ সবল রয়েছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন, তা নয়। রীতিমতো দৌড়চ্ছেন। তাঁর গতির সামনে পিছনে পড়ে যাচ্ছেন বাকিরা। হরিয়ানার ‘সুপার দাদি’ নামে খ্যাত রামবাঈ ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েছেন আগেই। ফের একবার শিরোনামে এলেন একটি প্রতিযোগিতায় আধা ডজন পদক জিতে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

দেরাদুনে আয়োজন করা হয়েছিল ১৮তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। যে প্রতিযোগিতায় তিন প্রজন্মের অংশ নেওয়ার সুযোগ ছিল। প্রতিযোগিতার অংশগ্রহণ করে চমকে দিয়েছেন শতায়ু রামবাঈ। আধ ডজন পদক নিয়ে নিজের গ্রামে ফিরেছেন রামবাঈ। কমপক্ষে ৮০০-র বেশি অ্যাথলিট এখানে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে চমকে দিলেন হরিয়ানার সুপার দাদি। ১০০ মিটার, ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন। এছাড়া শটপুট ইভেন্টেও তাঁর পারফরম্যান্স ছিল জবরদস্ত। সব মিলিয়ে ছয়টি পদক জিতেছেন তিনি।

১০৬ বছরের এই ‘উড়ন্ত পরী’ হরিয়ানার কাদমা গ্রাম নিবাসী। রামবাঈয়ের অ্যাথলিট পরিবার। মেয়ে, পুত্রবধূ এবং নাতনিরাও প্রতিযোগিতায় পদক জিতেছেন। রামবাঈ তাঁর গ্রামের সবথেকে প্রবীণ মহিলা। এই বয়সেও বাড়ির কাজে হাত লাগান। প্রত্যহ ৫ থেকে ৬ কিমি দৌড় লাগান। সুস্থ থাকতে কী খান রামবাঈ? তাঁর ডায়েটে থাকে চুরমা, দই এবং দুধ। রোজ ২৫০ গ্রাম ঘিয়ে রুটি মাখিয়ে চুরমা দিয়ে খান। দই খান ৫০০ গ্রাম।

Next Article