হানঝাউ: সোমবার সাত সকালেই সারা দেশ চোখ রেখেছিল টিভির সামনে। ১০ মিটার এয়ার রাইফেলে টিম ইভেন্ট থেকে সোনা জিতে ফেলেছেন তিন তরুণ। শুধু সোনা নয়, রীতিমতো চিনের এক মাসের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে। এশিয়ান গেমসে প্রথম সোনা দিয়েছেন যেমন, তেমনই ব্যক্তিগত ইভেন্ট থেকেও নিয়ে এসেছেন ব্রোঞ্জ। ঐশ্বর্য প্রতাপ সিং তোমরকে নিয়ে তীব্র উচ্ছ্বাস শুটিং সার্কিটে। এর আগে বিশ্ব মিট ও বিশ্বকাপে থেকেও সোনা জিতেছেন মধ্যপ্রদেশের ২২ বছরের শুটার। প্রত্যাশা তাঁকে ঘিরে ছিলই। তা মেলালেন যেমন, তেমনই নিজের পারফরম্যান্স দেখে খানিকটা হলেও অবাক হয়ে গিয়েছেন ঐশ্বর্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাকু বিশ্ব মিটের টিম ইভেন্টে চিন ১৮৯৩.৩ পয়েন্ট তুলেছিল। সেই রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড করলেন ভারতীয় শুটাররা। ঐশ্বর্য বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, আমি একবারও ভাবিনি যে এশিয়ান গেমসে একই দিনে দুটো পদক জিতব। শুধু সোনা জেতার জন্য নয়, বিশ্বরেকর্ড করে সোনা জয় আমাদের কাছে একটা স্পেশাল ব্যাপার। টিম ইভেন্টে বিশ্বরেকর্ড সহ সোনা জিতে সত্যিই খুশি আমরা। যে কোনও দেশের অ্যাথলিটের কাছে গর্বের ব্যাপার, যখন সে পোডিয়ামে দাঁড়ায় আর জাতীয় সঙ্গীত বাজে।’
একা ঐশ্বর্য নন, দিব্যাংশ পাটিলও সোনা জিতে তৃপ্ত। টোকিও অলিম্পিকে ভারতীয় শুটিংয়ের খারাপ সময় গিয়েছে। সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে শুরু করল ভারত। দিব্যাংশ বলছেন, ‘সোনা জেতার পর কোচেরা আমাদের অভিনন্দন জানিয়েছিলেন। ম্যাচের ভুলত্রুটি নিয়ে আর জিজ্ঞেস করেননি। যে মুহূর্তে জানতে পেরেছিলাম যে, আমরা সোনা জিততে চলেছি, আনন্দে ভরে গিয়েছিল মন। এর আগেও ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছি। কিন্তু এই রকম উত্তেজনা হয়নি মনে। জাতীয় সঙ্গীত যখন বাজছিল, তখন মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়।’