Avani Lekhara: বিশ্বকাপে বিশ্বরেকর্ড করে সোনা জয়, প্যারিস প্যারালিম্পিকের টিকিটও অবনী লেখারার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 07, 2022 | 10:08 PM

শুটিং রেঞ্জে তিনি নামা মানেই দুরন্ত সাফল্য পাওয়া। অবনী লেখারা আবার আলোচনায়। টোকিও গেমসের পর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে নেমেই চমকে দিলেন ২০ বছরের মেয়ে।

Avani Lekhara: বিশ্বকাপে বিশ্বরেকর্ড করে সোনা জয়, প্যারিস প্যারালিম্পিকের টিকিটও অবনী লেখারার
অবনীর বিশ্ব রেকর্ডের হাসি।
Image Credit source: TWITTER

Follow Us

নয়াদিল্লি: এক তিরে তিন শিকার! বিশ্বরেকর্ড (World Record)। সোনা (Gold)। আর, প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) টিকিট। অবনী লেখারার (Avani Lekhara) শুটিং রেঞ্জে নামা মানেই যেন সাফল্য। টোকিও গেমসের (Tokyo Olympics) সময় দেখিয়েছিলেন। আরও একবার দেখালেন। প্যারা বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে আবার দুরন্ত পারফর্ম করলেন ভারতের ২০ বছরের মেয়ে। নিজেরই বিশ্বরেকর্ড ভেঙে তৈরি করলেন নতুন রেকর্ড। এর আগে প্য়ারা বিশ্বকাপে ২৪৯.৬ স্কোর করে সোনার পাশাপাশি বিশ্বরেকর্ড করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে এ বার স্কোর করলেন ২৫০.৬। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো পেলেন পোল্যান্ডের এমিলিয়া বাবস্কা। ব্রোঞ্জ সুইডেনের অ্যানা নর্ম্যানের।

প্যারা বিশ্বকাপ খেলতে ফ্রান্সে পা দেওয়ার পর থেকে সমস্যার শেষ নেই অবনীর। তাঁর ব্যক্তিগত কোচের ভিসা বাতিল হয়ে যায়। অবনী বিশ্বকাপে নামতে পারবেন কিনা, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু সে সব সমস্যা মিটেও যায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে। অবনীও নিরাশ করলেন না। উল্টে চমকে দেওয়ার মতো পারফরম্যান্স করলেন। অবশ্য অবনীকে আন্তর্জাতিক সার্কিটে এ ভাবেই দেখতে অভ্যস্ত সবাই। নিজের ইভেন্টে নেমে ধারাবাহিক ভাবেই পারফর্ম করেছিলেন। টোকিও গেমস থেকে জোড়া পদক নিয়ে ফেরা যে হঠাৎ করে নয়, তাও প্রমাণ করে দিয়েছিলেন।

টুইটে অবনী লিখেছেন, ‘১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিততে পেরে খুব ভালো লাগছে। সেই সঙ্গে বিশ্বরেকর্ড, তার উপর আবার প্যারিস প্যারালিম্পিকের কোটাও পেয়েছি। টোকিও গেমসের পর এটাই আমার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল। সবাইকে পাশে পেয়েছি।’

অবনী লেখারাদের হাত ধরে প্যারালিম্পিকে নতুন ইতিহাস লিখেছে ভারত। প্যারিস প্যারিম্পিকেও যাতে এই ধারা ধরে রাখতে পারেন ভারতীয় অ্যাথলিটরা, তার জন্য সব রকম ভাবে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। অবনীরাও নিরাশ করছেন না। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক। তার আগে অবনীর কোটা অন্যান্য প্যারা অ্যাথলিটদেরও ভীষণ ভাবে উৎসাহিত করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Next Article