হানঝাউ: টোকিও অলিম্পিকে পা রেখে ইতিহাস তৈরি করেছিলেন। এশিয়ান গেমসেও (Asian Games 2023) এক নতুন ইতিহাস তৈরির পথে পা বাড়িয়েছিলেন ভারতের তারকা ফেন্সার (Fencing) ভবানী দেবী (Bhavani Devi)। মেয়েদের সাব্রে ইভেন্টের শেষ ১৬য় উঠেছিলেন তিনি। ৩০ বছরের ফেন্সার দুরন্ত ফর্মে রয়েছেন। তাঁর গ্রুপে যে পাঁচ প্রতিদ্বন্দ্বী ছিল, তাঁদের সবাইকে হারিয়ে প্রি-কোয়ার্টারে ওঠেন। সেখানে জিতে ওঠেন কোয়ার্টার ফাইনালে। বিধ্বংসী ফর্মে রয়েছেন, সন্দেহ নেই। এশিয়ান গেমসের প্রথম পদকের আরও কাছে পৌঁছে গিয়েছেন। এই ছন্দ যদি ধরে রাখতে পারেন, তা হলে স্বপ্নপূরণ হতেই পারে তাঁর। ভবানী অবশ্য এত কিছু ভাবছেন না। এক-একটা ম্যাচ ধরে এগোতে চাইছেন। গ্রুপ লিগের মতোই ধারালো রাখতে চান নিজেকে। TV9Bangla Sportsএ বিস্তারিত।
ফেন্সিংয়ে সিঙ্গাপুরের জুলিয়েট জিই মিনের বিরুদ্ধে ছিল প্রথম ম্যাচ। তাঁকে দাঁড়াতেই দেননি ভবানী। ৫-২ জিতে নেন বাউট। পরের প্রতিপক্ষ সৌদি আরবের আলহানসা আলহামাদও কিছু করতে পারেননি ভারতীয় ফেন্সারের বিরুদ্ধে। ভবানী জেতেন ৫-১। তবে গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল করিনা দোসপে-র বিরুদ্ধে। যিনি আবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেলও পেয়েছিলেন। ভবানীর আগ্রাসনের সামনে করিনা হেরেছেন ৩-৫। তৃতীয় বাউটে জয় ভবানীকে আরও আত্মবিশ্বাস দিয়েছিল। শেষ দুটো বাউটে সেই ঝলকই দেখা গিয়েছে। দুই প্রতিপক্ষের বিরুদ্ধে অ্যাটাকিং মোডেই শুরু করেন। উজবেকিস্তানের জিনাব দায়িবেকভকে খুব কম সময়ের মধ্যে ৫-১ হারিয়েছেন। শেষ বাউটে বাংলাদেশের রোকসানা খাতুনও দাঁড়াতে পারেননি। হেরেছেন ১-৫।
প্রি-কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের ফেন্সার তনখাও ফোকায়িউয়ের বিরুদ্ধে নামেন ভবানী। যে ফর্মে আছেন, এই ম্যাচ জিততে তাঁর অসুবিধা হয়নি। টোকিও অলিম্পিকে নেমে করে হইচই ফেলে দিয়েছিলেন ভবানী। এর আগে কোনও ভারতীয় ফেন্সিংয়ে অলিম্পিকে যোগ্যতা অর্জন করেনি। পদকই নিয়ে ফিরতে চেয়েছিলেন টোকিও থেকে। তা সম্ভব হয়নি। সেই স্বপ্ন যে অটুট রয়েছে, এশিয়ান গেমসে তা প্রমাণ করে দিচ্ছেন। হানঝাউ গেমস থেকে পদক নিয়ে ফিরতে পারলে ভারতীয় খেলার ইতিহাসে চিরকাল থেকে যেত ভবানীর নাম। অবশ্য কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভবানী দেবী। মেয়েদের সাব্রে ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে চিনের শাও ইয়াকির কাছে ভারতের ভবানী দেবী ৭-১৫ ব্যবধানে হেরে গেলেন। এ বারের মতো শেষ হল ভবানী দেবীর এশিয়ান গেমস যাত্রা।