প্যারিসঃ নাচতে জানেন? ব্রেকডান্স! তা হলে অলিম্পিকের জন্য তৈরি হোন। কারন, নিখুঁত ব্রেকডান্স নাচতে পারলে আপনাকে অলিম্পিকের পদক থেকে কে আটকাবে। অবাক হচ্ছেন? তা হলে আপনাকে একটু সময়ও দিচ্ছি। আপনার হাতে এখনও ৪ বছর আছে। তাই সময় নিয়েই প্রস্তুত হোন না! ভাবছেন, একি পাগলের প্রলাপ! একেবারেই নয়। আগামি ২০২৪ প্যারিস অলিম্পিকে ( Paris Olympic)অন্তর্ভুক্ত হচ্ছে নতুন ইভেন্ট ব্রেকড্যান্সিং! অলিম্পিক কমিটি এই ইভেন্টের নামকরণ করেছে, ব্রেকিং( breaking)!
শহুরে তরুণ-তরুণীদের মধ্যে অলিম্পিককে আরও জনপ্রিয় করতেই এই ইভেন্টকে অন্তর্ভুক্ত করা। নিজেদের প্রমোশনেও দাবি আয়োজক কমিটির(IOC)। প্যারিস অলিম্পিকের প্রমোশনাল ভিডিওতে স্পষ্ট করে লেখা ‘দ্য প্যারিস ২০২৪ গেমস উইল বি আরবান ইয়ং রিভলিউশনারি’ (The Paris 2024 Games will be urban young revolutionary)। যাতে স্পষ্ট, শহুরের তরুণ প্রজন্মই হতে চলেছে প্যারিস অলিম্পিকের অন্যতম টার্গেট।
কিন্তু ব্রেকিং বা ব্রেকড্যান্সিং ইভেন্ট প্যারিস অলিম্পিকের আগেই ২ বছর আগে অন্তর্ভুক্তি হয়েছিল যুব অলিম্পিকে। ২০১৮ সালে বুয়েনস এয়ার্সে অনুষ্ঠিত যুব অলিম্পিকে প্রথম অন্তর্ভুক্তি হয় এই ব্রেকিং বা ব্রেকড্যান্সিংয়ের। আর এই ইভেন্ট যে কতটা জনপ্রিয় দুনিয়া জোড়া, তা স্পষ্ট যুব অলিম্পিকেই। যুব অলিম্পিকে এই ইভেন্টে পুরুষদের বিভাগে সোনা জিতেছিলেন রাশিয়ার প্রতিযোগী। আর মহিলাদের বিভাগে সোনা জয় জাপানের।
Breaking news ✅@olympics just approved the inclusion of the 4 new sports for #Paris2024 Olympic Games !
Breaking, climbing, skateboarding and surfing… We are happy to welcome you ! #RoadToParis2024 pic.twitter.com/EQsGNeokMj
— Paris 2024 (@Paris2024) December 7, 2020
ব্রেকড্যান্সিং বা ব্রেকিংয়ের জনপ্রিয়তার শুরু হলিউড থেকে। এই নাচ ভারতে জনপ্রিয়তা শুরু হয় বলিউডে। সুপারস্টার মিঠুন চক্রবর্তীর হাত ধরে। এরপর ব্রেকড্যান্সিং বা ব্রেকিংয়ের বিভিন্ন ফর্মেশন এসেছে কালের নিয়মে। আর এখন বিদেশের মত ব্রেকড্যান্সিংয়েের স্ট্রিট শো ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই দেশেও। অলিম্পিক কমিটির এই ঘোষণার পর আগ্রহ বাড়ছে এদেশের তরুণ প্রজন্মের মধ্যেও।
তবে তার আগেই ২০২১-এর টোকিও অলিম্পিকে অন্তর্ভুক্তি ঘটতে চলেছে আরও ৩টি ইভেন্টের। ক্লাইম্বিং,স্কেটবোর্ডিং ও সার্ফিং।