Neeraj Chopra : ‘স্নায়ুর চাপে ভুগছিলাম’, লসেন ডায়মন্ড লিগ জিতে অকপট নীরজ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 01, 2023 | 11:31 AM

Lausanne Diamond League : চোট সারিয়ে লসেন ডায়মন্ড লিগে কামব্যাকটা স্মরণীয় করে রাখার চ্যালেঞ্জ ছিল নীরজের সামনে। ট্র্যাকে নামার আগে যা নিয়ে সামান্য নার্ভাস ছিলেন তিনি।

Neeraj Chopra : স্নায়ুর চাপে ভুগছিলাম, লসেন ডায়মন্ড লিগ জিতে অকপট নীরজ
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : ব্যর্থতা শব্দটাই যেন তাঁর অভিধানে নেই। দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra) ফের একবার দেশের মাথা উঁচু করেছেন। আরও একটা সাফল্য ধরা দিয়েছে তাঁর ঝুলিতে। শুক্রবার রাতে লসেন ডায়মন্ড লিগ জিতেছেন নীরজ। সুইৎজারল্যান্ডের লসেন ডায়মন্ড লিগে ৮৭.৬৬ মিটার থ্রো করেন নীরজ। তাতেই শীর্ষস্থান দখল করলেন। সেই টোকিও অলিম্পিক থেকে সাফল্যের উড়ান শুরু হয়েছে নীরজের। তারপর থেকে যে প্রতিযোগিতাতেই অংশ নিয়েছেন, সেখানেই ফলিয়েছেন পদক। তবে লসেন ডায়মন্ড লিগে (Lausanne Diamond League) নামার আগে বেশ নার্ভাস ছিলেন দেশের এই সুপারস্টার জ্যাভলিন থ্রোয়ার। নার্ভাসনেসের কথা নিজমুখে স্বীকার করেছেন তিনি। স্নায়ুর চাপে ভুগলেও নীরজের পারফরম্যান্সের জবাব নেই। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

চোট সারিয়ে লসেন ডায়মন্ড লিগে কামব্যাকটা স্মরণীয় করে রাখার চ্যালেঞ্জ ছিল নীরজের সামনে। ট্র্যাকে নামার আগে যা নিয়ে সামান্য নার্ভাস ছিলেন তিনি। নীরজ এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। নিজের রেকর্ড ভেঙে ৯০ মিটার থ্রো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সুইৎজারল্যান্ডেও হল না ৯০-এর দূরত্ব পূরণ। এতে হতাশ না হচ্ছেন না। বরং চোট থেকে ফেরার পর নিজের উন্নতিতে খুশি তিনি। ম্যাচের পর আয়োজকদের দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেছেন, “চোট থেকে ফেরার পর আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। আজ রাতে এখানে বেশ ঠান্ডা। এখনও নিজের সেরা পারফরম্যান্সের থেকে অনেকটাই দূরে। কিন্তু মনে হচ্ছে ধীরে ধীরে উন্নতি করছি। এমন কামব্যাকে স্বস্তি পেয়েছি। জয়টাই আসল। আমি খুশিমনে সেটাকে আপন করে নিচ্ছি।”

গতবছর ডায়মন্ড লিগ খেতাব জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ। এ বারও সেদিকেই এগোচ্ছেন। তিনি বলেন, “আমি জিততে চেয়েছিলাম। এবং এই ফলাফলে আমি ভীষণ খুশি। একইসঙ্গে কিছু বিষয় রয়েছে যা আমি ট্রেনিংয়ে ফিরে শুধরে নিতে চাই। এগুলো আমাকে আগামিদিনে আরও শক্তিশালী করে তুলবে। লসেনে আমার পারফরম্যান্স ভালো। গতবছরও এখানে জিতেছিলাম এবং এবছরও। আশা করছি পরের বছরও এখানে জিততে পারব। আগামী প্রতিযোগিতা বুদাপেস্টে। আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সেটি।”

Next Article