Asian Games 2023, Equestrian: ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতে ইতিহাস, এই খেলার নিয়ম জানেন?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 27, 2023 | 8:00 AM

অনুষ আগরওয়াল, হৃদয় বিপুল, দিব্যাকৃতি আর সুদীপ্তি হ্যাজেলা ইতিহাস তৈরি করেছেন। এই প্রথম সোনা জিতেছেন মিক্সড ইকুয়েস্ট্রিয়ানে। শুটিং আর মেয়েদের ক্রিকেট থেকে এসেছিল প্রথম দুটো সোনা। তৃতীয় দিন সোনা এসেছে এই ইভেন্ট থেকে। যে কারণে ইকুয়েস্ট্রিয়ানের নিয়ম জানার আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে।

Asian Games 2023, Equestrian: ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতে ইতিহাস, এই খেলার নিয়ম জানেন?
ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতে ইতিহাস, এই খেলার নিয়ম জানেন?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ৪১ বছর পর আবার এশিয়ান গেমসে (Asian Games 2023) ইকুয়েস্ট্রিয়ানে (Equestrian) সোনা জিতেছে ভারত। অনুষ আগরওয়াল, হৃদয় বিপুল, দিব্যাকৃতি আর সুদীপ্তি হ্যাজেলা ইতিহাস তৈরি করেছেন। এই প্রথম সোনা জিতেছেন মিক্সড ইকুয়েস্ট্রিয়ানে। শুটিং আর মেয়েদের ক্রিকেট থেকে এসেছিল প্রথম দুটো সোনা। তৃতীয় দিন সোনা এসেছে এই ইভেন্ট থেকে। যে কারণে ইকুয়েস্ট্রিয়ানের নিয়ম জানার আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে। ড্রেসেজ আসলে হর্স রাইডিংয়ের এক একটা ধরণ। প্রাচীন গ্রিসে এই খেলার প্রচলন ছিল। প্রাচীন অলিম্পিক গেমসেও জায়গা পেয়েছিল এই খেলা। ১৯০০ সালের অলিম্পিকে প্রথমবার ইকুয়েস্ট্রিয়ান জায়গা পায়। ১৯৫২ সালে মেয়েদের ইকুয়েস্ট্রিয়ানও শুরু হয়। এই খেলার নিয়ম কী? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

ড্রেসেজ: এই ইভেন্ট এক ধরনের ঘোড়ার ব্য়ালে বলা যেতে পারে। হর্স এবং রাইডারের পারফরম্য়ান্স, মুভমেন্ট, কতটা শান্ত থাকে ঘোড়া, কতটা ফ্লেক্সিবল, তার উপর নির্ভর করে দেওয়া হয় পয়েন্ট। চালক বিশেষ উদ্যোগী না হলেও ঘোড়ার চনমনে ভাব এ ক্ষেত্রে বিচার্য।

ঘোড়া: উন্নত মানের ঘোড়া এ ক্ষেত্রে প্রাধান্য পায়। অধিকাংশ ইউরোপিয়ান রাইডার ঘোড়ার উপরেই বেশি আস্থা রাখেন। যে ঘোড়া শান্ত, মাঝারি মনোঃসংযোগ ও ওজন গুরুত্বপূর্ণ।

মাঠ: ড্রেসেজের মতো ইভেন্টের জন্য় ছোট বা মাঝারি মাপের মাঠ ব্যবহার করা হয়। মাঠের বিভিন্ন জায়গায় লাগানো থাকে এ-কে-ই-এইচ-সি-এম-বি-এফ এর মতো ইংরেজি লেটার লাগানো থাকে। মূলত ঘড়ির কাঁটার দিকেই অর্থাৎ বৃত্তাকারে এই লেটারগুলো লাগানো হয়।

প্রশ্ন হল, এই সব লেটারের মানে কী?

  • এ- অসগ্যাং বা বেরিয়ে যাওয়া
  • কে- কাইজ়ার বা রাজা
  • ভি- ভ্যাসাল বা চৌকো
  • ই- এহরানগাস্ট বা সম্মানিত অতিথি
  • এস- সেজ়কানজ়লার বা চ্যান্সেলর
  • এইচ- হফসমার্শাল বা লর্ড চ্যান্সেলর
  • এম- মেইয়ার বা স্টিয়ার্ড
  • আর- রিটার বা নাইট
  • বি- ব্যানারট্র্যাগার বা স্ট্যান্ডার্ড বেয়ারার
  • পি- পার্কনেচট বা গ্রুম
  • এফ- ফ্রুস্ট বা প্রিন্স

বিচারক: যিনি ইয়ুয়েস্ট্রিয়ানের বিচারক বা জুরি, তিনি বসেন সি-লেটারের উপর। এই ইভেন্টে গ্রাঁ প্রিও হয়। এই ড্রেসেজ ইভেন্টে চালক এবং ঘোড়া একে অপরের বিরুদ্ধে লড়াই করে। চালকের গতিপ্রকৃতির উপর নির্ভর করে অনেক কিছু। ০ থেকে ১০ পর্যন্ত পয়েন্ট তুললে পারে চালক ও ঘোড়া। সব মিলিয়ে মাঠে থাকতে পারেন সাত বিচারক। তাঁদের পয়েন্টের যোগফলের উপরেই নির্ভর করে পুরো হিসেব।

জাম্পিং ইভেন্ট: চালককে তার ঘোড়া সহ বিভিন্ন বাধা টপকাতে হয়। ছোট বেড়া, ছোট দেওয়াল, খাল, প্যারালাল বারের উপর দিয়ে চালক তার ঘোড়াকে কতটা মসৃণ পার করেন, সময় কতটা কম লাগে, তার উপর নির্ভর করে খেলার সাফল্য। এ ক্ষেত্রে ঘোড়ার উচ্চতা গুরুত্বপূর্ণ। ৬৪ ইঞ্চি বা ১.৬২ বা মাটি থেকে ১৬ হাত উচ্চতা হতে হয় ঘোড়ার। বেড়া, দেওয়াল বা খাল পার হওয়ার সময় ত্রুটি থাকলে পয়েন্ট কাটা যায়।

মোট ইভেন্ট ও তার ধরণ – ৩-৪ দিনের ইকুয়েস্ট্রিয়ান ইভেন্ট— ড্রেসেজ, ক্রস কান্ট্রি ও শো-জাম্পিংয়ে পারফর্ম করতে হয় হর্স ও তার রাইডারকে। ইকুয়েস্ট্রিয়ান শুরু হয় ড্রেসেজ ইভেন্ট দিয়ে। ক্রস কান্ট্রি তারপর। সব শেষে শো-জাম্পিং। এই তিন ইভেন্টের মোট পয়েন্টের উপরেই চ্যাম্পিয়ন ঠিক হয়।

Next Article