Novak Djokovic : উইম্বলডনের বদলা! আলকারাজকে হারিয়ে সিনসিনাটি জয় জোকারের
কার্লোস আলকারাজকে ৫-৭, ৭-৬ (৭), ৭-৬ (৪) সেটে হারিয়ে উইম্বলডনের হারের বদলা নিলেন নোভাক জকোভিচ।
ওহাইও : উইম্বলডনের হাঁটুর বয়সী কার্লোস আলকারাজের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন নোভাক জকোভিচ। টেনিস জগতের নতুন সেনসেশনের কাছে হেরে গিয়ে হাত গুটিয়ে বসে নেই জোকার (Novak Djokovic)। নয়া উদ্যোমে নেমে পড়েছেন যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতিতে। কোভিড ১৯ ভ্যাকসিন না নেওয়ায় গত দু’বছর ইউএস ওপেনে খেলতে পারেননি। ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক চান বছরটা আরও একটি মেজর জিতে শেষ করতে। তারই প্রস্তুতি হিসেবে সিনসিনাটি মাস্টার্স ওপেনে নেমেছিলেন। রবিবার টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যান সেই আলকারাজকে। প্রায় চার ঘণ্টা ধরে চলল হাড্ডাহাড্ডি ম্যাচ। আলকারাজকে ৫-৭, ৭-৬ (৭), ৭-৬ (৪) সেটে হারিয়ে উইম্বলডনের হারের বদলা নিলেন জকোভিচ। ম্যাচের পর জার্সি ছিঁড়ে সেলিব্রেশনের কায়দা বুঝিয়ে দিচ্ছিল এমন বদলার জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি।
এই নিয়ে তৃতীয় বার সিনসিনাটি মাস্টার্স ওপেন জিতলেন জকোভিচ। পাশাপাশি এটি তাঁর রেকর্ড ৩৯তম ১০০০ মাস্টার্স ট্রফি। ৩৬ বছরের সার্বিয়ান টেনিস তারকা একমাত্র খেলোয়াড় যিনি সবকটি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট জিতেছেন। মন্টে কার্লো মাস্টার্স (২ বার) বাদ দিলে সবকটি এটিপি ১০০০ টুর্নামেন্ট তিন বার করে জিতেছেন জকোভিচ। ২০২৩ সিনসিনাটি মাস্টার্স জয়ের আগেই পিছনে ফেলে দিয়েছিলেন রাফায়েল নাদালকে। রাফার এটিপি মাস্টার্স ১০০০ ট্রফির সংখ্যা ৩৬। ১৯৯০ সালে এই সিরিজ শুরু হওয়ার পর তাঁরা দু’জনই কমপক্ষে ৩০টি করে ট্রফি জিতেছেন। ২০২৩ সালে জকোভিচের এটি চতুর্থ খেতাব জয়। ওপেন যুগে কেন রোজওয়ালকে ছাপিয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে সিনসিনাটি চ্যাম্পিয়ন হলেন জকোভিচ।
Novak Djokovic becomes Cincinnati Masters champion for the third time after a thrilling 5-7, 7-6, 7-6 victory over his Wimbledon nemesis Carlos Alcaraz in a marathon final! 🤯#CincyTennis #Djokovic #NovakDjokovic #CarlosAlcaraz #tennis #Winner
Follow @aliifil1 for More UPDATES pic.twitter.com/mLjir7J8Fy
— Breaking news 24/7 (@aliifil1) August 21, 2023