বুদাপেস্ট: বিশ্ব মিটে (World Athletics Championship 2023) জ্যাভলিনে ভারতকে সোনা দিয়ে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ওয়াঘার ওপারেও তৈরি হয়েছে ইতিহাস। বুদাপেস্ট বিশ্ব মিটে ৮৭.৮২ মিটার থ্রো থেকে রুপো পেয়েছেন পাকিস্তানের জ্যাভলিন তারকা আর্শাদ নাদিম (Arshad Nadeem)। এই প্রথম বিশ্ব মিটে জ্যাভলিন থেকে পদক গেল পাকিস্তানে। নীরজ বিশ্ব মিটে ৮৮.১৭ মিটার বর্শা ছুড়ে সোনা জিতেছেন। অল্পের জন্য নাদিমের সোনা হাতছাড়া হয়েছে। তাও হতাশ নন। বরং চওড়া হাসি ছিল। প্রতিপক্ষ নীরজকেও শুভেচ্ছা জানান নাদিম। মধ্যরাতে নীরজের সোনা জয়ের ভিডিয়ো যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তেমনই তাঁর এক ভিডিয়ো নিয়ে চলছে কাড়াকাড়ি। যেখানে রয়েছেন পাক জ্যাভলিন তারকা আর্শাদ নাদিমও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন ফাইনালের পর নীরজ ও নাদিমের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ফাইনালের পর ফটোসেশনে ভারতের নীরজ চোপড়া ও চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ তাঁদের দেশের জাতীয় পতাকা নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন। পাকিস্তানের নাদিম ছিলেন না সেখানে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, নীরজ ইশারায় ডাকছেন নাদিমকে। তাঁর সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন। ভারত-পাক মৈত্রীর গল্প বিশ্ব মিটের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আরও একবার দেখা গিয়েছে।
Neeraj Chopra called Arshad Nadeem for this beautiful click. Spread love not hate Between neighbours 🇵🇰❤️🇮🇳 pic.twitter.com/SyWeddOvne
— ZaiNii💚 (@ZainAli_16) August 27, 2023
বিশ্ব মিটের ফাইনালের শেষে আর্শাদ তাই বলছেন, ‘নীরজ চোপড়া ভাইয়ের জন্য ভালো লাগছে। ও জেতায় খুশি হয়েছি। আমি প্রার্থনা করি প্রত্যেক টুর্নামেন্টেই আমরা যেন এ ভাবেই পারফর্ম করতে পারি। আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়েছি। ভারত এবং পাকিস্তান এখন বিশ্বের প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। আমরা অলিম্পিকেও ১-২ যেন হই।’
কনুই ও হাঁটুর চোট সারিয়ে ট্র্যাকে ফিরে রুপো পেয়েছেন নাদিম। বলেন, ‘আমি চোট পেয়েছিলাম। অস্ত্রোপচারও করাতে হয়েছিল। এক বছর পর বিশ্ব মিটে অংশ নিলাম। আমার এই সাফল্যে কোচের অবদান রয়েছে। আমাকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই। পাকিস্তানকে পদক দিতে পেরে ভালো লাগছে। সামনের টুর্নামেন্টগুলো জন্য ভালো করে প্রস্তুতি নিতে চাই। চতুর্থ ও পঞ্চম থ্রোয়ের সময় আমার পিঠে অল্প ব্যাথা হচ্ছিল। অস্ত্রোপচারের কারণেই হয়তো একটু সমস্যা হচ্ছিল।’
জ্যাভলিন হাতে নীরজকে টপকানো যে কঠিন, আর্শাদ জানেন। তবে পাকিস্তানি আর্শাদের প্রেরণা নীরজই। আদর্শকেই এ বার ছাপিয়ে যাওয়ার জন্য ট্র্যাকে নামবেন পাক অ্যাথলিট।