French Open Super 750: ফরাসি ওপেন ব্যাডমিন্টন ডাবলসে চ্যাম্পিয়ন ‘সাচি’ জুটি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 31, 2022 | 11:57 AM

২০১৯ সালের সংস্করণে রানার্স হয়েছিলেন ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এবার চ্যাম্পিয়ন।

French Open Super 750: ফরাসি ওপেন ব্যাডমিন্টন ডাবলসে চ্যাম্পিয়ন সাচি জুটি
Image Credit source: Twitter

Follow Us

প্যারিস: ফরাসি ওপেন ব্যাডমিন্টন সুপার সিরিজ ৭৫০ জিতলেন ভারতীয় পুরুষ ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি ( Chirag Shetty)। এই প্রথম ৭৫০ সুপার সিরিজ জয়ের নজির গড়েছে ভারতীয় জুটি। রবিবার রাতে প্রতিযোগিতার ফাইনালে ভারতীয় জুটির প্রতিপক্ষ ছিল চিনা তাইপে জুটি  লু চিং ইয়াও এবং ইয়াং পো হান। মাত্র ৪৮ মিনিটে চ্যাম্পিয়নের তাজ মাথায় ওঠে ভারতীয় জুটির। ২১-১৩, ২১-১৯ স্ট্রেট গেমে চিনা তাইপে জুটিকে হারিয়ে দেন রেড্ডি-শেট্টি। ২০১৯ সালের সংস্করণে রানার্স হয়েছিলেন ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রেনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। গোটা ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট বজায় রাখেন রেড্ডি ও চিরাগ। ফলস্বরূপ খেতাব ওঠে ভারতীয় জুটির মাথায়। ম্যাচের বাকি অংশ পড়ে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ম্যাচের শুরুতেই ৫-০ ব্যবধানে লিড পেয়ে যায় ভারতীয় জুটি। প্রতিপক্ষকে প্রত্যাবর্তনের কোনও সুযোগ না দিয়েই এগিয়ে যেতে থাকেন তাঁরা। সাত্ত্বিকের দুর্দান্ত সার্ভে মিডগেম বিরতিতে ছয় পয়েন্ট বাগিয়ে নেন চিরাগরা। ভারতীয় জুটি দ্রুত গতির র‌্যালিতে আধিপত্য বজায় রাখে। সাতটি গেম পয়েন্টের সুযোগ অর্জন করেন চিরাগরা। প্রথম সুযোগেই এই সম্ভাবনায় সিলমোহর দেন চিরাগ। প্রথম গেম ২১-১৩ গেমে ছিনিয়ে নেন। তাইপেই জুটির দ্বিতীয় গেমে ভালো সূচনার প্রয়োজন ছিল। ম্যাচের প্রথমদিকে তাঁদের আক্রমণাত্মক দেখাচ্ছিল। কিন্তু ভারতীয় জুটি দ্বিতীয় গেম জিতে সম্ভাবনায় জল ঢেলে দেন।

চলতি বছরের ভারতের এই ব্যাডমিন্টন ডাবলস জুটি স্বপ্নের দৌড় অব্যাহত। ইন্ডিয়ান ওপেন  সুপার সিরিজ ৫০০, কমনওয়েলথ গেমসে সোনা, থমাস কাপের মুকুট এবং গত অগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মূল্যবান ব্রোঞ্জ জয়। এই নিয়ে তৃতীয় ওয়ার্ড ট্যুর জিতলেন চিরাগরা। ২০১৯ সালে থাইল্যান্ড ওপেন ৫০০ সুপার সিরিজ, ইন্ডিয়া ওপেন ৫০০ সুপার সিরিজ জেতে ভারতীয় জুটি। এই প্রথম কোনও ভারতীয় ডাবলস জুটি ফরাসি ওপেন ব্যাডমিন্টন সুপার সিরিজ ৭৫০ জেতার নজির গড়লেন।