AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Leander Paes: আদালতে দোষী সাব্যস্ত লিয়েন্ডার

২০১৪ সালে লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসার মামলা করেছিলেন মডেল তথা অভিনেত্রী রিয়া পিল্লাই। মুম্বই আদালতের রায়ে জানায়, প্রতি মাসে রিয়া পিল্লাইকে ৫০ হাজার টাকা দিতে হবে লিয়েন্ডার পেজকে। লিয়েন্ডার-রিয়ার যৌথ বাসভবনে রিয়া না থাকতে চাইলে, তাঁকে প্রতি মাসে ১ লাখ টাকা দিতে হবে। এ মাসের শুরুতেই এই মামলার রায় দিয়েছিলেন বিচারক। কিন্তু শুক্রবারই তা প্রকাশ্যে আসে।

Leander Paes: আদালতে দোষী সাব্যস্ত লিয়েন্ডার
লিয়েন্ডার পেজ। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Feb 25, 2022 | 6:48 PM
Share

মুম্বই: বিপাকে লিয়েন্ডার পেজ। গার্হস্থ্য হিংসায় দোষী সাব্যস্ত ভারতের টেনিস সুপারস্টার। ৮ বছর আগে লিয়েন্ডার পেজের (Leander Paes) বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর প্রাক্তন বান্ধবী রিয়া পিল্লাই। সেই মামলার শুনানি চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সেই মামলার রায় দিল মুম্বই আদালত। মুম্বই আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন লিয়েন্ডার পেজ। সম্প্রতি রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন ভারতের টেনিস তারকা। গোয়া তৃণমূলে যোগ দেন তিনি। দীর্ঘদিন কোর্টের বাইরেও রয়েছেন। সরকারি ভাবে অবসর না নিলেও চিন্তাভাবনা রয়েছে। কয়েকদিন আগেই কলকাতায় এসেছেন বান্ধবী কিম শর্মাকে (Kim Sharma) নিয়ে। কোভিড পরিস্থিতিতে আর টেনিস না খেলার ভাবনাই ঘোরাফেরা করছে তার মনের মধ্যে। তবে এ সবের মাঝেই ঘোরতর বিপাকে ভারতের টেনিস তারকা।

২০১৪ সালে লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসার মামলা করেছিলেন মডেল তথা অভিনেত্রী রিয়া পিল্লাই। মুম্বই আদালতের রায়ে জানায়, প্রতি মাসে রিয়া পিল্লাইকে ৫০ হাজার টাকা দিতে হবে লিয়েন্ডার পেজকে। লিয়েন্ডার-রিয়ার যৌথ বাসভবনে রিয়া না থাকতে চাইলে, তাঁকে প্রতি মাসে ১ লাখ টাকা দিতে হবে। এ মাসের শুরুতেই এই মামলার রায় দিয়েছিলেন বিচারক। কিন্তু শুক্রবারই তা প্রকাশ্যে আসে।

লিয়েন্ডারের সঙ্গে ৮ বছর সম্পর্ক ছিল রিয়ার। লিভ ইন রিলেশনশিপে ছিলেন দু’জনে। রিয়া অভিযোগ করেন, মানসিকভাবে তাঁর উপর নির্যাতন চালাতেন লিয়েন্ডার। এছাড়া কটূ ভাষায় আক্রমণও করতেন। হিংসাত্মক ব্যবহার করতেন লিয়েন্ডার। যার ফলে মানসিক এবং শারীরিক ভাবে প্রভাব পড়েছিলেন রিয়ার উপর। এই অভিযোগের ভিত্তিতেই রায় দেয় মুম্বই আদালত।

আরও পড়ুন: MS Dhoni: থালাইভার হাত দিয়ে নতুন অবতারে ধোনি