Paris Paralympics 2024: শিয়রে কড়া নাড়ছে প্যারিস প্যারালিম্পিক, ফিরে দেখা টোকিও প্যারালিম্পিকে ভারতের সাফল্য

Tokyo Paralympics 2020: ২৮ অগস্ট থেকে প্রেমের শহর প্যারিসে হবে ১৭তম প্যারালিম্পিক। তার আগে এক লহমায় ফেরা যাক অতীতে। বেশি দূরে নয়, শেষবারের টোকিও প্যারিলিম্পিকে ফিরলে দেখা যাবে, ভারতীয় প্যারা অ্যাথলিটরা দেশকে মোট ১৯টি পদক দিয়েছিলেন।

Paris Paralympics 2024: শিয়রে কড়া নাড়ছে প্যারিস প্যারালিম্পিক, ফিরে দেখা টোকিও প্যারালিম্পিকে ভারতের সাফল্য
শিয়রে কড়া নাড়ছে প্যারিস প্যারালিম্পিক, ফিরে দেখা টোকিও প্যারালিম্পিকে ভারতের সাফল্য
Follow Us:
| Updated on: Aug 24, 2024 | 8:00 AM

কলকাতা: প্যারিস অলিম্পিক থেকে ৬টি পদক নিয়ে দেশে ফিরেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। শিয়রে কড়া নাড়ছে প্যারিস প্যারালিম্পিক (Paris Paralympics 2024)। তাতে ভারতের নজর ২৫টির বেশি পদকে। ২৮ অগস্ট থেকে প্রেমের শহর প্যারিসে হবে ১৭তম প্যারালিম্পিক। তার আগে এক লহমায় ফেরা যাক অতীতে। বেশি দূরে নয়, শেষবারের টোকিও প্যারিলিম্পিকে (Tokyo Paralympics 2020) ফিরলে দেখা যাবে, ভারতীয় প্যারা অ্যাথলিটরা দেশকে মোট ১৯টি পদক দিয়েছিলেন। সেখানে ছিল ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। এ বার সেই সংখ্যা ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে প্যারিসে নামবেন সুমিত আন্তিল, অবনী লেখারারা।

এক ঝলকে দেখে নিন টোকিও প্যারালিম্পিক থেকে ভারতকে পদক দিয়েছিলেন যে প্যারা অ্যাথলিটরা —

এই খবরটিও পড়ুন

  1. ভাবিনা প্যাটেল (টেবল টেনিস ক্লাস ৪ ক্যাটেগরি-রুপো)
  2. নিশাদ কুমার (ছেলেদের হাই জাম্প টি৪৭ – রুপো)
  3. অবনী লেখারা (মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল – সোনা)
  4.  অবনী লেখারা (মেয়েদের ৫০ মিটার এয়ার রাইফেল – ব্রোঞ্জ)
  5. দেবেন্দ্র ঝাঝারিয়া (ছেলেদের জ্যাভলিন থ্রো এফ৪৬- রুপো)
  6. সুন্দর সিং গুর্জর (ছেলেদের জ্যাভলিন থ্রো এফ৪৬ – ব্রোঞ্জ)
  7. যোগেশ কাঠুরিয়া (ছেলেদের ডিসকাস থ্রো এফ৫৬ – রুপো)
  8. সুমিত আন্তিল (ছেলেদের জ্যাভলিন থ্রো এফ৬৪ – সোনা)
  9. সিংহরাজ আধানা (ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল – ব্রোঞ্জ)
  10. সিংহরাজ আধানা ছেলেদের ৫০ মিটার পিস্তল – রুপো)
  11. মারিয়াপ্পন থাঙ্গাভেলু (ছেলেদের হাই জাম্প টি৪২ – রুপো)
  12. শরদ কুমার (ছেলেদের হাই জাম্প টি৪২ – ব্রোঞ্জ)
  13. প্রবীন কুমার (ছেলেদের হাই জাম্প টি৬৪ – রুপো)
  14. হরবিন্দর সিং (ছেলেদের ব্যাক্তিগত রিকার্ভ – ব্রোঞ্জ)
  15. মনীশ নারওয়াল (ছেলেদের ৫০ মিটার পিস্তল – সোনা)
  16. প্রমোদ ভগত (ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল৩ – সোনা)
  17. মনোজ সরকার (ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল৩ – ব্রোঞ্জ)
  18. সুহাস ইয়াথিরাজ (ছেলেদের ব্যাডমিন্টন এসএল৪ – রুপো)
  19. কৃষ্ণ নগর (ছেলেদের ব্যাডমিন্টন এসএইচ৬ – সোনা)