দুবাই: কোচ গৌতম গম্ভীরের জমানায় প্রথম আইসিসি টুর্নামেন্ট খেলতে চলেছে ভারতীয় টিম। আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) যাত্রা শুরু করবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এর আগে হঠাৎ করেই ভারতীয় শিবিরের অন্দরে কোন্দলের এক খবর প্রকাশ্যে এসেছে। কারণ হিসেবে উঠে আসছে, কোচ গম্ভীরের সঙ্গে ভারতের বর্তমান উইকেটকিপার ব্যাটারের বনিবনা না হওয়া। যে কারণে এও শোনা যাচ্ছে যে, বাংলাদেশের বিরুদ্ধে ঋষভ পন্থের (Rishabh Pant) জায়গায় লোকেশ রাহুলকে (KL Rahul) উইকেটকিপারের দায়িত্বে দেখা যেতে পারে।
টাইমস নাও নিউজের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের বর্তমান উইকেটকিপার ব্যাটারের সঙ্গে হেড কোচ গৌতম গম্ভীরের বনিবনা হচ্ছে না। আরও ভালো করে বললে প্লেয়ারের বিরাগভাজন হয়েছেন কোচ গম্ভীর। ওডিআইতে একাদশে সুযোগ পাওয়ার জন্য প্রথম পছন্দের ক্রিকেটার তিনি নন। এ ছাড়াও ওই ক্রিকেটার মনে করছেন, ৫০ ওভারের ফর্ম্যাটে তিনি জায়গা পাচ্ছেন না, তার নেপথ্যে অন্য কারণ রয়েছে। উল্লেখ্য, ওই রিপোর্টে সরাসরি ঋষভের নাম লেখা নেই। কিন্তু তিনিই তিন ফর্ম্যাটে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পন্থের জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে এগিয়ে রাখা হচ্ছে লোকেশ রাহুলকে। সম্প্রতি তিনি মেন ইন ব্লুর হয়ে ৫০ ওভারের ফর্ম্যাটে ভালো খেলেছেন। শুধু তাই নয়, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন লোকেশ রাহুল। যদিও তিনি এই মুহূর্তে ওডিআইতে সেই অর্থে দাগ কাটতে পারেননি। কিন্তু তারপরও একাদশে তাঁর জায়গা অনেকটাই পাকা। অন্যদিকে ভয়াবহ পথ দুর্ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ঋষভ পন্থ একটিই ওডিআইতে খেলেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৬ নম্বরে ব্যাট করেছিলেন রাহুল। প্রথম ২ ম্যাচে ফ্লপ। শেষ ম্যাচে ক্যামিও ইনিংস খেলেছিলেন। তাঁর কিপিং নিয়েও প্রশ্ন ছিল। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে। তারপরও সিরিজ শেষে সাংবাদিক সম্মেলনে গৌতম বলেছিলেন, “এই মুহূর্তে এটুকু বলতে পারি যে, রাহুল আমাদের এক নম্বর কিপার-ব্যাটার। ও তো ভালোই খেলছে। ঋষভও স্কোয়াডে রয়েছে। ওরও সুযোগ আসবে। একসঙ্গে দু-জনকে খেলানো সম্ভব নয়।”
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে সব প্লেয়ারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছিল। কিন্তু ঋষভ পন্থ একমাত্র প্লেয়ার। যিনি সুযোগ পাননি একটি ম্যাচেও। তার উপর গৌতমের এ কথা থেকেই পরিষ্কার, তিনি পন্থের থেকে রাহুলকেই এগিয়ে রাখছেন। এ বার দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইভেন্টে ভারতের হয়ে কোন উইকেটকিপার ব্যাটারের শিঁকে ছেড়ে।