অলিম্পিকে নেই, এখনও বিশ্বাস হচ্ছে না শ্রীকান্তের

raktim ghosh |

May 29, 2021 | 3:09 PM

ভারতের ব্যাডমিন্টন তারকা বলছেন, 'আমার হাতে আর কিছুই নেই। গত কয়েক মাস আগেই হাত থেকে বেরিয়ে গিয়েছে সব কিছু। তবে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা এই ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে পারে। ৫-৬টা টুর্নামেন্ট বাতিল হওয়ার জন্যই তো অনেক প্লেয়ার এ বার নামতে পারবে না অলিম্পিকে।'

অলিম্পিকে নেই, এখনও বিশ্বাস হচ্ছে না শ্রীকান্তের
টোকি অলিম্পিকে স্বপ্ন শেষ শ্রীকান্তের

Follow Us

নয়াদিল্লি: করোনার(COVID 19) জন্য মার্চ মাস থেকে যাবতীয় টুর্নামেন্ট বাতিল। যার জেরে টোকিও(TOKYO) গেমসের যোগ্যতা অর্জন করতে পারেননি সাইনা নেহওয়াল (SAINA NEHWAL) ও কিদাম্বি শ্রীকান্ত। অলিম্পিকে(OLYMPIC) না নামতে পারার আক্ষেপ কিছুতেই যাচ্ছে না শ্রীকান্তের(KIDAMBI SRIKANTH)।
ভারতের ব্যাডমিন্টন তারকা বলছেন, ‘আমার হাতে আর কিছুই নেই। গত কয়েক মাস আগেই হাত থেকে বেরিয়ে গিয়েছে সব কিছু। তবে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা এই ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে পারে। ৫-৬টা টুর্নামেন্ট বাতিল হওয়ার জন্যই তো অনেক প্লেয়ার এ বার নামতে পারবে না অলিম্পিকে।’
করোনার জন্য টুর্নামেন্টগুলো বাতিল না হলে শ্রীকান্ত ঠিক অলিম্পিকের টিকিট পেতেন, বিশ্বাস তাঁর। বলছেনও, ‘টুর্নামেন্টগুলো বাতিল না হলে অলিম্পিকে যোগ্যতা অর্জন করার দারুণ সুযোগ ছিল আমার সামনে। শুধু আমি নয়, আরও অনেক প্লেয়ারই টোকিও গেমসে নামতে পারত। গত বছর মার্চ মাসে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছিল। তার পর আবার সব স্বাভাবিক হয়ে গিয়েছিল। তখনও একবারও মনে হয়নি, আবার কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। রিও অলিম্পিকে প্রথমবার নেমেছিলাম, এ বার পদকের স্বপ্ন দেখা শুরু করেছিলাম।’
এই অলিম্পিকে নামার স্বপ্নপূরণ না হলেও পরের অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করা শুরু করে দেবেন। ‘এই পরিস্থিতিতে সব ভুলে সামনে তাকানো ছাড়া আর কোনও রাস্তা নেই। ভবিষ্যতে যে টুর্নামেন্টগুলোতে নামব, সেখানে যাতে সেরাটা দিতে পারি, তার জন্য় নিজেকে তৈরি করতে হবে। কঠিন পরিশ্রম করতে হবে।’

Next Article