AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অস্ট্রেলিয়ান ওপেনে কি খেলবেন ফেডেরার?

মেলবোর্ন : বাঁ পায়ের হাঁটুতে  অস্ত্রোপচার হয়েছে। একবার নয়, দু-দুবার। এখনও অবধি তিনি পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেননি। নতুন বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) তাই বড়সড় প্রশ্নচিহ্ন রজার ফেডেরারকে( Roger Federer) নিয়ে। সংশয় তৈরি হয়েছে খোদ রজার ফেডেরারের রবিবার করা একটি মন্তব্যকে ঘিরে। সুইৎজারল্যান্ডে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রজার জানান, “আমার ১০০ শতাংশ ম্যাচ […]

অস্ট্রেলিয়ান ওপেনে কি খেলবেন ফেডেরার?
পুরোপুরি ফিট নন, অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত ফেডেরার ছবি সৌঃ ট্যুইটার
| Edited By: | Updated on: Dec 14, 2020 | 7:51 PM
Share

মেলবোর্ন : বাঁ পায়ের হাঁটুতে  অস্ত্রোপচার হয়েছে। একবার নয়, দু-দুবার। এখনও অবধি তিনি পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেননি। নতুন বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) তাই বড়সড় প্রশ্নচিহ্ন রজার ফেডেরারকে( Roger Federer) নিয়ে। সংশয় তৈরি হয়েছে খোদ রজার ফেডেরারের রবিবার করা একটি মন্তব্যকে ঘিরে।

সুইৎজারল্যান্ডে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রজার জানান, “আমার ১০০ শতাংশ ম্যাচ ফিট হতে সময় লাগবে। আগামী অক্টোবরের আগে আমার পুরোপুরি ফিট হওয়া কঠিন। তাই আগামী মাসে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামা বেশ কঠিন আমার পক্ষে।” রজারের মন্তব্যের পর অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা ধরেই নিয়েছেন, এ বার ফেড এক্সপ্রেস ছাড়াই হবে কোভিডের পর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন।

দ্বিতীয় অস্ত্রোপচারের পর তাঁর ফিট হতে সময় লেগেছে বলে দাবি ফেডেরারের। সিঙ্গলসে ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেডেরারের দাবি, “গত ৬ মাস ধরে আমার সুস্থ হওয়ার প্রক্রিয়া  সঠিক পথে এগোচ্ছে। ফিজিওর তত্ত্বাবধানে ফিজিক্যাল ট্রেনিং ভাল হচ্ছে। দেখা যাক কবে থেকে পুরোদমে টেনিসে ফিরতে পারি!”

আরও পড়ুন:শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট, জানুয়ারিতে মুস্তাক আলি ট্রফি

প্রসঙ্গত, মেলবোর্ন পার্কেই(Melbourne Park) শেষ ম্যাচ খেলেছিলেন চলতি বছর শুরুতে। অস্ট্রেলিয়ান ওপেনের সেই সেমিফাইনালে জকোভিচের কাছে হেরেই রজার বিদায় নিয়েছিলেন টুর্নামেন্ট থেকে। সেই টুর্নামেন্টেই এবার ফেড এক্সপ্রেসের অংশগ্রহণ নিয়ে বিরাট বড় প্রশ্ন। আগামি বছর ১৮ থেকে ৩১শেে জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া ওপেনের সূচি রয়েছে। তবে কোভিড নিয়ে নিয়মের জন্য পিছোতে পারে টুর্নামেন্ট। সেক্ষেত্রে ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন হতে পারে ৮ থেকে ২১শে ফেব্রুয়ারি।

আগামি বছর আগস্টে ৪০ বছরে পা দিচ্ছেন টেনিসেের এই মহাতারকা। এত বয়সে নতুন করে ফিট হয়ে কতটা টেনিস কোর্ট মাতাতে পারেন ফেডেরার, সেদিকেই তাকিয়ে টেনিস দুনিয়া।