Neeraj Chopra: বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবার নীরজ বনাম নাদিম, উত্তেজনায় ফুটছে দুই দেশ!
India vs Pakistan: বাইশ গজের ভারত-পাক ম্যাচের বাইরেও আরও এক ভারত-পাক দ্বৈরথ অপেক্ষা করে রয়েছে দুই দেশের জন্য। আগামী সপ্তাহে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্র্যাকে নামছেন দুই মহাতারকা। ভারতের নীরজ চোপড়া বনাম পাকিস্তানের আর্শাদ নাদিমের লড়াই দেখার জন্য মুখিয়ে দুই দেশের সমর্থকরা।

কলকাতা: রবিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। এখন থেকেই টিকিটের চাহিদা তুঙ্গে। সূর্যকুমার যাদবের দল আমিরশাহির বিরুদ্ধে দুরন্ত জিতে শুরু করেছে এশিয়া কাপ। ট্রফ জয়ের অন্যতম ফেভারিট। তবে পাকিস্তান আবার পাল্টা হুঙ্কারও দিচ্ছে। ক্যাপ্টেন সলমন আলি নতুন ইতিহাস লিখতে চান। বাইশ গজের ভারত-পাক ম্যাচের বাইরেও আরও এক ভারত-পাক দ্বৈরথ অপেক্ষা করে রয়েছে দুই দেশের জন্য। আগামী সপ্তাহে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্র্যাকে নামছেন দুই মহাতারকা। ১৮ সেপ্টেম্বর ভারতের নীরজ চোপড়া বনাম পাকিস্তানের আর্শাদ নাদিমের লড়াই দেখার জন্য মুখিয়ে দুই দেশের সমর্থকরা।
গত প্যারিস অলিম্পিক থেকেই নীরজ আর নাদিমের লড়াই নিয়ে চলছে চর্চা। নীরজকে হারিয়েই সোনা জিতেছিলেন নাদিম। পাকিস্তানের ইতিহাসে সেই প্রথম অলিম্পিকের আসরে সোনা জয়। নাদিম কি এবারও চমকে দেবেন? টোকিও থেকেই স্বপ্নের উড়ান শুরু হয়েছিল নীরজের। সেখানেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে নাদিমের বিরুদ্ধে নামবেন নীরজ। পরিস্থিতি অনেকটা প্যারিস অলিম্পিকের মতো। টোকিও থেকে ফোনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নাদিম বলেছেন, ‘যখন নীরজ জেতে, আমি অভিনন্দন জানাই। যখন আমি অলিম্পিকে সোনা জিতেছিলাম, ও অভিনন্দন জানিয়েছিল। রেসলিংয়ে যেমনটা হয়। এটা খেলারই অঙ্গ।’
দুই দেশের রাজনীতি নীরজ আর নাদিমের বন্ধুত্বে খানিকটা হলেও প্রভাব ফেলেছে। পহেলগাওয়ে পাক হানার পর নীরজ-নাদিমের বন্ধুত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। যার পর বাধ্য হয়ে নীরজ বলেছিলেন, ‘আমাদের মধ্যে দৃঢ় বন্ধুত্ব বলতে কিছু নেই। কাছের বন্ধু কখনওই ছিলাম না। অলিম্পিকের পর আর দেখা হয়নি দু’জনের। একদিকে বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ। অন্য দিকে নাদিমের হাঁটুতে অস্ত্রোপচারের পর নতুন করে ফিরেছেন ট্র্যাকে। ফলে এই লড়াই দু’জনের কাছেই গুরুত্বপূর্ণ।
