আইকনিক মোটরসাইকেল বললেই মনে আসে সুজুকির বাইক হায়াবুসার কথা। ‘আইকনিক’ এই বাইকের লুক, ডিজাইন, পারফরম্যান্স— সবেতেই রয়েছে ‘ওল্ড স্কুল চার্ম’। অর্থাৎ বহু পুরনো বাইক হলেই বিশ্বের দরবারে এর জনপ্রিয়তা মোটেই কমেনি। বরং দিনদিন বেড়েছে। এবার হায়াবুসা প্রেমীদের জন্য সুখবর এনেছে সুজুকি। জানা গিয়েছে, এই মাসেই ভারতে লঞ্চ হবে সুজুকি হায়াবুসা। সংস্থার তরফে টুইটে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করে বাইক লঞ্চের ঘোষণায় সিলমোহর বসানো হয়েছে। তবে কবে এই বাইক লঞ্চ হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণের ব্যাপারে কার্যত মুখে কুলুপ এঁটেছেন সুজুকি কর্তৃপক্ষ।
তবে বিভিন্ন সূত্র মারফৎ শোনা গিয়েছে, বাইকের টেস্টিং নাকি শুরু হয়ে গিয়েছে। নতুন মডেলের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এসেছে, সেকথাও শোনা যাচ্ছে। জানা গিয়েছে, বাইকের নতুন ফিচার সংযোজনের পাশাপাশি রি-ওয়ার্কড ইঞ্জিনও লাগানো হয়েছে হায়াবুসা বাইকের নতুন মডেলে। সূত্রের খবর, ভারতই হচ্ছে সুজুকির এমন একটি বাজার যেখানে হায়াবুসার সেকেন্ড জেনারেশনের মডেল লঞ্চ হচ্ছে এত দেরিতে। মূলত, বাজার থেকে এই মডেল তুলে নেওয়ার আগে একবার ভারতে লঞ্চ করছে সুজুকি।
The ultimate sport bike is coming back !
Experience unmatched thrill and fun with superior refinement and technology in the New #Hayabusa 2021.
Launching this month, #StayTuned!#SuzukiIndia pic.twitter.com/PI4YE13XKa
— Suzuki Motorcycle India (@suzuki2wheelers) April 1, 2021
সুজুকি কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন হায়াবুসা মডেল অনেক ‘স্লিক’ এবং ‘শার্প। তবে বডিওয়ার্ক বা ডিজাইনে আধুনিকতা এলেও ইঞ্জিনের পাওয়ার অর্থাৎ শক্তি এবং টর্ক আগের মডেলের তুলনায় কিছুটা কমেছে নতুন আপডেটেড মডেলে। তবে নতুন হায়াবুসা মডেলে বেশ কিছু ইলেকট্রনিক্স প্যাকেজ যুক্ত হয়েছে বলে শোনা গিয়েছে। সূত্রের খবর, এই বাইকে রয়েছে ১৩৪০ সিসি- র ইঞ্জিন। লিকুইড কুলড, DOHC, ১৬ ভালভের ইন-লাইন মোট চারটি ইঞ্জিন রয়েছে এই বাইকে। এই ইঞ্জিন খুব স্মুদলি পাওয়ার প্রোডাকশন করতে পারে এবং 187 bhp ও 150 Nm টর্ক দিতে পারে।এই বাইকের সর্বোচ্চ গতি ২৯৯ কিলোমিটার/প্রতি ঘণ্টা। আগের থেকে বাইকের ওজন কমেছে মাত্র ২ কেজি। লঞ্চের সময় এই বাইকের দাম প্রায় ২০ লক্ষ টাকা (এক্স শোরুম) হতে পারে।