AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

148 টাকায় 15-র বেশি OTT সাবস্ক্রিপশন, সঙ্গে Free ডেটা; Airtel দিচ্ছে বাম্পার প্ল্যান

Free OTT Subscription: আপনি যদি এই 15টি অ্যাপ আলাদাভাবে 30 দিনের জন্য রিচার্জ করেন, তাহলে আপনাকে 500 থেকে 600 টাকা খরচ করতে হবে। তার জায়গায় এয়ারটেলের 148 অ্যাড অন প্ল্যানে ডেটা সহ 15টি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।

148 টাকায় 15-র বেশি OTT সাবস্ক্রিপশন, সঙ্গে Free ডেটা; Airtel দিচ্ছে বাম্পার প্ল্যান
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 12:42 PM
Share

Airtel 148 Rs Plan: টেলিকম কোম্পানিগুলি একে অপরকে টেক্কা দেওয়ার জন্য প্রায় প্রতিদিনই নিত্য নতুন প্ল্যন বাজারে আনছে। আর সেই সঙ্গে আনছে একগুচ্ছ সুবিধা। তবে সেক্ষেত্রে দামও কিছুটা বেশিই হচ্ছে। কিন্তু Airtel একটি দুর্দান্ত স্মার্ট রিচার্জ প্যাক চালু করেছে। এই রিচার্জ প্যাকে, আপনি 15টিরও বেশি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। ফলে যদি সিনেমা, ওয়েব সিরিজ় দেখতে পছন্দ করেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য একেবারে সেরা। প্রতি মাসে আলাদা আলাদা করে সব OTT প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন নিতে হবে না। আপনি মাত্র 148 টাকায় 15টিরও বেশি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। এবার বুঝতেই পারছেন মাসের বেশ অনেকটা টাকাই বাঁচতে চলেছে এই প্ল্যানটি রিচার্জ করলে। এবার আপনার মনে হতে পারে, শুধুই কি OTT প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের সুবিধা দেওয়া হচ্ছে? একেবারেই তা নয়, আপনি এই অ্যাপগুলির সঙ্গে বিনামূল্যে ডেটাও পাবেন। অর্থাৎ ডেটা রিচার্জের জন্য আলাদা করে কোনও টাকা খরচ করতে হবে না। চলুন রিচার্জটি সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।

এটি একটি অ্যাড অন প্যাক। মানে আপনাকে একটি নিয়মিত প্ল্যান রিচার্জ করতে হবে। আপনি যদি এক মাসের রিচার্জ প্ল্যান করেন, তাহলে এই অ্যাড অন ডেটা প্যাকটি এক মাসের জন্যই থাকবে। এই প্ল্যানে আপনি 1 জিবি ফ্রি ডেটা পাবেন। তবে এই প্ল্যানে কল করার সুবিধা পাবেন না। কিন্তু এই প্ল্যানটিতে 15টিরও বেশি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানে 30 দিনের জন্য Sony Liv, Lionsgate Play, Eros Now, Hoichoi, ManoramaMax এবং Airtel Xstream Play-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়।

আপনি যদি এই 15টি অ্যাপ আলাদাভাবে 30 দিনের জন্য রিচার্জ করেন, তাহলে আপনাকে 500 থেকে 600 টাকা খরচ করতে হবে। তার জায়গায় এয়ারটেলের 148 অ্যাড অন প্ল্যানে ডেটা সহ 15টি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। আপনি যদি 3 মাসের জন্য রিচার্জ করেন, তবে আপনাকে সর্বাধিক 30 দিনের জন্য 15টি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হবে। একইভাবে যদি নিয়মিত রিচার্জ প্ল্যান কম দিনের হয়, তাহলে প্ল্যানটি শীঘ্রই শেষ হয়ে যাবে।