Airtel 5G Plus: প্রায় সব ফোনেই এখন Airtel-এর 5G প্লাস পরিষেবা, তালিকায় আপনারটি আছে?
Airtel 5G Plus এই মুহূর্তের প্রায় সব হ্যান্ডসেটেই সাপোর্ট করবে। দেশের বাজারের প্রায় 170টিরও বেশি স্মার্টফোন রয়েছে, যেগুলি Airtel 5G Plus সাপোর্ট করবে। সেই তালিকায় রয়েছে হালফিলের বেশিরভাগ 5G সাপোর্টেড ডিভাইস।

Airtel তার 5G পরিষেবা লঞ্চ করেছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই Airtel 5G একদিকে যেমন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন সাপোর্ট করছে, সেই সঙ্গেই আবার ঝক্কিহীন ভাবে এই পরিষেবা ব্যবহার করার জন্য 4G প্ল্যানের উপরেই কাজ করছে। অর্থাৎ 5G পরিষেবার আনন্দ উপভোগ করতে গ্রাহকদের নতুন করে কোনও প্ল্যান রিচার্জ করার দরকার নেই। তার কারণ হল নতুন করে কোনও 5G রিচার্জ প্যাক লঞ্চ করেনি Airtel। দেশের জনপ্রিয় এই বেসরকারি টেলিকম সংস্থাটি তার 5G পরিষেবার নাম দিয়েছে Airtel 5G Plus। সেই পরিষেবা কোন কোন কোম্পানির স্মার্টফোন সাপোর্ট করবে, তার জন্য নতুন করে সিম কেনার দরকার হবে কি না, দেশের কোন কোন শহরে এই পরিষেবা পাবেন— সেই সংক্রান্ত সব তথ্য জেনে নিন।
Airtel 5G Plus: যে সব হ্যান্ডসেটে সাপোর্ট করবে
Airtel 5G Plus এই মুহূর্তের প্রায় সব হ্যান্ডসেটেই সাপোর্ট করবে। দেশের বাজারের প্রায় 170টিরও বেশি স্মার্টফোন রয়েছে, যেগুলি Airtel 5G Plus সাপোর্ট করবে। সেই তালিকায় রয়েছে হালফিলের বেশিরভাগ 5G সাপোর্টেড ডিভাইস।
যে সব ব্র্যান্ডের স্মার্টফোনে Airtel 5G Plus সাপোর্ট করবে
দেশে 15টিরও বেশি স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে, যেগুলি Airtel 5G Plus সাপোর্ট করবে। Apple, Asus, Google, Honor, Infinix, iQOO, Lava, LG, Motorola, Nokia, Nothing, OnePlus, Oppo, Realme, Samsung, Techno, Vivo এবং Xiaomi। Apple ইতিমধ্যেই ভারতে তার 5G-র বিটা সফটওয়্যার প্রোগ্রাম চালু করেছে। বহু অ্যাপল ব্যবহারকারীই এই Airtel 5G Plus পরিষেবার সুবিধা ইতিমধ্যেই নিতে পারছেন।
Airtel 5G সাপোর্ট হ্যান্ডসেট পেজ
কোন কোন স্মার্টফোন এয়ারটেল 5G সাপোর্ট করে, তা ব্যবহারকারীদের জানাতে একটি ডেডিকেটেড পেজও নিয়ে হাজির হয়েছে। কোন কোন 5G হ্যান্ডসেট Airtel 5G Plus সাপোর্ট করবে, তা জানতে ক্লিক করতে হবে এই লিঙ্কে। এর মাধ্যমে আপনার ফোন 5G সাপোর্ট করবে কি না, তা যেমন জানতে পারবেন। তেমনই আবার নতুন কোন ফোন কিনলে সেটি 5G সাপোর্ট করবে, সে সম্পর্কেও ধারণা তৈরি করতে পারবেন গ্রাহকরা।
Airtel 5G সিম
এয়ারটেলের 5G পরিষেবা ব্যবহার করতে আপনাকে নতুন সিম কেনার দরকার হবে না। আপনার ফোনে ইতিমধ্যেই যে 4G SIM রয়েছে, সেটা থেকেই আপনি 5G ব্যবহার করতে পারবেন। তবে প্রতারণা দূর করতে এয়ারটেল KYC ভেরিফিকেশনের বন্দোবস্ত করেছে। তাই আপনাকে যদি কেউ 5G সিম কেনার কথা বলে, তার মুখের উপরেই ফোনটা কেটে দিতে পারেন।
Airtel 5G Plus: পরিষেবা মিলবে যে সব শহরে
দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর, বারাণসী, পানিপথ, গুরুগ্রাম, গুয়াহাটি, পাটনা এই সব শহরে চলতি বছরের 2 নভেম্বর থেকেই Airtel 5G সার্ভিস চালু হয়েছে।
