২০ হাজারের বেশি দামের ফোনে থাকবে ৫জি পরিষেবা, জানালেন রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ

Sohini chakrabarty |

Feb 09, 2021 | 12:10 PM

ভারতে ৫জি ফোন প্রথম এনেছিল রিয়েলমি-ই।

২০ হাজারের বেশি দামের ফোনে থাকবে ৫জি পরিষেবা, জানালেন রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ
ভারতের ডিজিটাল গ্রোথের ক্ষেত্রে ৫জি পরিষেবা চালু হওয়া নিঃসন্দেহে বড় পদক্ষেপ হবে।

Follow Us

ভারতে ৫জি পরিষেবা জনপ্রিয় করে তোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছে মোবাইল নির্মাণকারী সংস্থা রিয়েলমি। শুধু ভারত নয়, ইউরোপের গ্লোবাল মার্কেটের ক্ষেত্রেও একই স্ট্র্যাটেজি নিয়েছে এই সংস্থা। রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকের সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২১ সালে ভারতে ২০ হাজার টাকা দামের বেশি যেসব ফোন রিয়েলমি লঞ্চ করবে সেগুলিতে অতি অবশ্যই থাকবে ৫জি পরিষেবা।

মাধব শেঠের কথায়, “দেশে ৫জি পরিষেবা জনপ্রিয় করতে চাইলে আমাদের উচির ক্রেতাদের সামর্থ্যের মধ্যে স্মার্টফোন লঞ্চ করা। সেইসব ফোনে শুধু ৫জি পরিষেবা রাখলেই হবে না। সেই সঙ্গে ফোনে রাখতে হবে লেটেস্ট প্রসেসর। এছাড়াও ডিসপ্লে, ক্যামেরা, গেম—- এইসব ক্ষেত্রে রাখতে হবে অত্যাধুনিক প্রযুক্তি। গ্রাহকরা যেন এইসব সুবিধা উপভোগ করতে পারেন সেদিকেও নজর দিতে হবে। বলা ভাল, গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে তৈরি করে নিতে হবে।”

উল্লেখ্য, ভারতে ৫জি ফোন প্রথম এনেছিল রিয়েলমি-ই। ২০২০ সালের শুরুর দিকে লঞ্চ হয়েছিল রিয়েলমি এক্স৫০ প্রো। এই ফোনে ছল ৫জি পরিষেবা। ভারতের প্রথম লার্জ-স্কেল ৫জি পরিষেবা চালু করার দৌড়ে আপাতত নাম লিখিয়েছে এয়ারটেল এবং রিলায়েন্স জিও, এই দুই টেলিকম সংস্থা।

ভারতের ডিজিটাল গ্রোথের ক্ষেত্রে ৫জি পরিষেবা চালু হওয়া নিঃসন্দেহে বড় পদক্ষেপ হবে। রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ বলেছেন, “৫জি পরিষেবা সফলভাবে চালু হয়ে গেলে কানেকটিভিটি এবং স্পিড দুইই বাড়বে। আমি বিশ্বাস করি এই পরিষেবার মধ্যে এমন শক্তি রয়েছে যার সাহায্যে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যব্যবস্থায় বিপ্লব আসবে এবং প্রতিটি বাড়ি হয়ে উঠতে পারে স্মার্টহোম।”

বাস্তবে সত্যিই সাধারণ মানুষ মারাত্মক ভাবে প্রযুক্তি নির্ভর। কাজকর্ম, শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক লেনদেন সবই আজকাল হয় অনলাইনে। আক্ষরিক অর্থেই জীবন ইন্টারনেটের সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে প্রযুক্তির যত উন্নতি হবে, ততই লাভজনক। তাই ৫জি পরিষেবা চালু হলে, সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে, প্রযুক্তির ছাপ পড়বে।

Next Article