অ্যাপেল ডে’জ সেল চলছে ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই অনলাইন শপিং প্ল্যাটফর্মেই। নির্দিষ্ট কিছু মডেলের উপর দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। আজ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ছাড়। তাই যাঁরা কিনবেন ভাবছেন তাঁরা আজই অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে শপিং সেরে ফেলুন।
অ্যামাজনের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। আইফোন ১২ মিনি এবং আইফোন ১১ প্রো এই দু’টি মডেল যদি অ্যামাজন থেকে কেউ কেনেন এবং সেই ক্রেতার এইচডএফসি ব্যাঙ্কের কার্ড থাকে (ক্রেডিট বা ডেবিট) তাহলে ৯ হাজার টাজা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। তবে এই অফার কেবল ১৪ ফেব্রুয়ারিই প্রযোজ্য হবে।
একনজরে দেখে নেওয়া যাক আইফোনের কোন কোন মডেলে স্পেশ্যাল অফার চলছে অ্যামাজনে-
ছাড় দিয়ে ৬৪,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে আইফোনের লেটেস্ট মডেল আইফোন ১২ মিনি। এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলে ৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ক্রেতাদের কাছে। একচেঞ্জ অফারেও কেনা যাবে এই ফোন। পুরনো ফোনের পরিবর্তে ১২,৪০০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা।
আইফোন ১১ প্রো ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম অ্যামাজন সেলে ৮২,৯০০ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ৯ হাজার টাকা ছাড় পাবেন। এক্ষেত্রেও থাকছে এক্সচেঞ্জ করার সুবিধা। অর্থাৎ পুরনো ফোনের বদলে নতুন ফোন নিলে ১২,৪০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।
এছাড়াও আইপ্যাড মিনির ক্ষেত্রে ৬ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা। আইফোন ১২ মিনি। এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ৩ হাজার টাকা ছাড় পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। এয়ারপড (সঙ্গে থাকছে চার্জিং কেস)-এর দাম ১২,৪৯০ টাকা (ছাড় সমেত)। এক্ষেত্রে রয়েছে ২ হাজার টাকা ছাড়।