অ্যাপেল ম্যাপ অ্যাপেই হদিশ মিলবে ভ্যাকসিন সেন্টারের

Sohini chakrabarty |

Mar 17, 2021 | 7:37 PM

শুধুমাত্র কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টারের লোকেশন নয়, সেখানকার কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ ফোন নম্বরও পাওয়া যাবে এই অ্যাপেল ম্যাপের সাহায্যে।

অ্যাপেল ম্যাপ অ্যাপেই হদিশ মিলবে ভ্যাকসিন সেন্টারের
গতবছর অ্যাপেল ম্যাপে নতুন একটা ফিচার চালু হয়েছিল। যার সাহায্যে কোভিড-১৯ টেস্টিং সেন্টারের হদিশ পাওয়া যেত।

Follow Us

কোথায় কোথায় কোভিড-১৯ এর টিকাকরণ অর্থাৎ ভ্যাকসিনেশন হচ্ছে সেই লোকেশন বা জায়গা দেখা যাবে অ্যাপল ম্যাপে। এই বিশেষ ফিচার চালু করার জন্য আপডেট করা হয়েছে অ্যাপেল ম্যাপ। তবে আপাতত আমেরিকায় কিছু নির্দিষ্ট ইউজারদের জন্য এই পরিষেবা চালু রয়েছে। Boston Children’s Hospital একটি সাইট পরিচালনা করে। তার নাম VaccineFinder। এই সাইটের মধ্যে দেখা যাবে ভ্যাকসিনেশন সেন্টার এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ।

এবার থেকে আপডেটেড অ্যাপেল ম্যাপের সাহায্যে এই VaccineFinder সাইটের মাধ্যমে একজন ইউজার জানতে পারবেন তাঁর বাড়ির কাছাকাছি কোথায় ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে। অথবা সিরি-কে জিজ্ঞসা করেও একজন ইউজার অ্যাপেল ম্যাপের মাধ্যমেই VaccineFinder সাইটের সাহায্যে কোভিড ভ্যাকসিনেশনে সঠিক জায়গা জানতে পারবেন। প্রাথমিক ভাবে ২০ হাজার লোকেশনের জন্য এই পরিষেবা চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও অনেক লোকেশনের জন্য এই ফিচার চালু হবে বলে জানিয়েছেন অ্যাপেল কর্তৃপক্ষ।

শুধুমাত্র কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টারের লোকেশন নয়, সেখানকার কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ ফোন নম্বরও পাওয়া যাবে এই অ্যাপেল ম্যাপের সাহায্যে। নির্দিষ্ট ভ্যাকসিনেশন সেন্টারের ওয়ার্কিং আওয়ার অর্থাৎ কাজের সময়, ঠিকানা, ফোন নম্বর এবং ওয়েবসাইট সম্পর্কেও খুঁটিনাটি পাওয়া যাবে এই ম্যাপের মাধ্যমে। তবে এই অ্যাপের সাহায্যে কিন্তু কোনও অ্যাপয়েনমেন্ট করতে পারবেন না ইউজাররা। প্যান্ডেমিক পরিস্থিতিতে জনসাধারণ যাতে সহজে ভ্যাকসিনেশন সেন্টার খুঁজে পান সেই জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে।

গতবছর অ্যাপেল ম্যাপে নতুন একটা ফিচার চালু হয়েছিল। যার সাহায্যে কোভিড-১৯ টেস্টিং সেন্টারের হদিশ পাওয়া যেত। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পোর্তুগাল, সিঙ্গাপুর, তাইওয়ান, তাইল্যান্ড এবং আমেরিকায় চালু হয়েছিল এই পরিষেবা।

Next Article