অ্যাপেলের স্প্রিং ইভেন্ট, ২৩ মার্চ লঞ্চ হতে পারে চারটি নতুন গ্যাজেট

Sohini chakrabarty |

Mar 09, 2021 | 6:02 PM

গতবছর করোনার কারণে এই নিয়মে ছেদ পড়েছিল। তাই এবার অ্যাপেলের তরফে মার্চেই নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে বলে মনে করছেন প্রযুক্তি ও গ্যাজেট বিশেষজ্ঞদের অনেকে।

অ্যাপেলের স্প্রিং ইভেন্ট, ২৩ মার্চ লঞ্চ হতে পারে চারটি নতুন গ্যাজেট
অ্যাপেলের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও ট্রেন্ড অনুযায়ী, গত কয়েক বছর ধরে মার্চ মাসেই নতুন প্রোডাক্ট লঞ্চ করে অ্যাপেল।

Follow Us

অ্যাপেলের স্প্রিং ইভেন্ট শুরু হতে চলেছে আগামী ২৩ মার্চ। এই ইভেন্টে টেক জায়ান্ট অ্যাপেল একগুচ্ছ নতুন গ্যাজেট লঞ্চ করতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। শোনা যাচ্ছে। এয়ারট্যাগস, ২০২১ আইপ্যাড প্রো মডেল, এয়ারপডস ৩ (আনুষ্ঠানিক নাম নয়) লঞ্চ হতে পারে অ্যাপেলের এই স্প্রিং ইভেন্টে। সেই সঙ্গে নতুন অ্যাপেল টিভি স্ট্রিমিং বক্স লঞ্চ হওয়ার কথাও শোনা যাচ্ছে।

তবে অ্যাপেলের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও ট্রেন্ড অনুযায়ী, গত কয়েক বছর ধরে মার্চ মাসেই নতুন প্রোডাক্ট লঞ্চ করে অ্যাপেল। গতবছর করোনার কারণে এই নিয়মে ছেদ পড়েছিল। তাই এবার অ্যাপেলের তরফে মার্চেই নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে বলে মনে করছেন প্রযুক্তি ও গ্যাজেট বিশেষজ্ঞদের অনেকে।

এক বিখ্যাত টিপস্টার জন প্রসার সম্প্রতি টুইটারে এইসব তথ্য শেয়ার করেছেন। তিনিই বলেছেন, আগামী ২৩ মার্চ সম্ভবত অ্যাপেলের আসন্ন ইভেন্টের দিন হতে চলেছে। আর সেখানেই নাকি লঞ্চ হবে এই চারটি প্রোডাক্ট। এদিকে এর আগে একবার শোনা গিয়েছিল, ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই নাকি অ্যাপেলের এই চারটি প্রোডাক্ট লঞ্চ হবে। যদিও তারপর থেকে আর বিশেষ কোনও তথ্য ফাঁস হয়নি।

এয়ারট্যাগস- এটি আসলে একটি ব্লুটুথ ট্র্যাকার। ওয়াটারপ্রুফ ডিজাইন এবং ম্যাগনেটিক চার্জিং ফিচার- সহ লঞ্চ হওয়ার কথা এই এয়ারট্যাগস। এই ডিভাইসে থাকতে পারে কয়েন শেপের ব্যাটারি, যা রিমুভেবল বা খুলে নেওয়া যাবে।

এয়ারপডস- নেকস্ট জেনারেশনের এই এয়ারপডসের ডিজাইন অনেকটা এয়ারপডস প্রো-এর মতো হবে বলে শোনা যাচ্ছে।

অ্যাপেল টিভি স্ট্রিমিং বক্স- বছর তিনেক আগে প্রথম এই ডিভাইস প্রকাশ্যে এনেছিল অ্যাপেল। যদিও তার মধ্যে বেশ কিছু খুঁত নজরে এসেছিল। তাই এবার এই অ্যাপেল টিভি স্ট্রিমিং বক্স আপডেটেড হয়ে A12X চিপ সমেত লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। সেই সঙ্গে থাকতে ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন।

Next Article