নতুন রূপে KTM 390 Duke হাজির, 5 পয়েন্টে জেনে নিন সব তথ্য
2023 KTM 390 Duke বাইকের দাম 3.11 লাখ টাকা। ইতিমধ্যেই মোটরসাইকেলের বুকিং শুরু হয়ে গিয়েছে। বাইকটি বুক করতে টোকেন অ্যামাউন্ট হিসেবে দিতে হবে মাত্র 4,500 টাকা। ফিচার্স ও স্পেসিফিকেশন কেমন, দেখে নেওয়া যাক।

পরবর্তী Duke এর জন্য বহু দিন ধরেই অপেক্ষা করছিলেন ভারতের বাইকপ্রেমীরা। তাঁদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল নতুন KTM 390 Duke। বাজার-চলতি মডেলের থেকে একাধিক আপগ্রেড পেয়েছে এই 2023 ভার্সনটি। দাম কত রাখা হয়েছে, ফিচার্স ও স্পেসিফিকেশন কেমন, 2023 KTM 390 Duke মোটরসাইকেলের যাবতীয় জরুরি তথ্যগুলি জেনে নেওয়া যাক।
মাসক্যুলার ডিজ়াইন
ডিজ়াইন যতই আক্রমণাত্মক হোক না কেন, KTM 390 Duke সবসময়ই স্লিম মোটরসাইকেল হিসেবে অবতীর্ণ হয়েছে। তবে নব প্রজন্মের KTM 390 Duke বাইকটি আরও মাসক্যুলার হয়েছে তার নতুন হেডল্যাম্প এবং ফুয়েল ট্যাঙ্ক ডিজ়াইনের কারণে। ট্যাঙ্ক এক্সটেনশনও বেশ বড় করা হয়েছে। তাছাড়া বাইকের সাইড-স্লাং এগসস্ট নতুন করে ডিজ়াইন করা হয়েছে এবং এখন সেখানে একটি আন্ডার-বেলি ইউনিট দেওয়া হয়েছে।
আপগ্রেডেড ইঞ্জিন
KTM এই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 373 cc থেকে বাড়িয়ে 399 cc করেছে। তবে সেটি এখনও সিঙ্গেল-সিলিন্ডার ইউনিটই রয়েছে, যা লিক্যুইড-কুলড। এখন এই নতুন ইঞ্জিনটি 45 bhp চার্ন আউট করতে পারে 8,500 rpm-এ এবং 6,500 rpm-এ 39 Nm চার্ন আউট করতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি ছয় স্পিডের গিয়ারবক্সের সঙ্গে, যাতে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ দেওয়া হয়েছে।
নতুন চ্যাসিস ও চাকা
2023 KTM 390 Duke বাইকের ফ্রেম আপডেট করা হয়েছে। বাইকটিতে এখন নতুন সাব-ফ্রেম সহযোগে অল-নিউ স্টিল ট্রেলিস ফ্রেম দেওয়া হয়েছে। ডাই-কাস্ট অ্যালুমিনিয়ামে প্রেসার দিয়ে এগুলি তৈরি করা হয়েছে। তার পাশাপাশিই আবার কার্ভড সুইংগ্রাম দেওয়া হয়েছে বাইকটিতে। এছাড়া বাইকের চাকাগুলি আগের থেকে হাল্কা করা হয়েছে এবং স্পোকের পরিমাণও কম করা হয়েছে। RC 390 থেকে এগুলি নেওয়া হয়েছে।
ফিচার্স
ফিচার্সের দিক থেকে KTM 390 Duke-এ রয়েছে একটি নতুন 5 ইঞ্চির TFT স্ক্রিন, যা ব্লুটুথ কানেক্টিভিটি, মিউজ়িক কন্ট্রোল, ইনকামিং কল এবং টার্ন বাই টার্ন নেভিগেশন সাপোর্ট করে। এই বাইকের সঙ্গে ক্রুজ় কন্ট্রোল, সুপার মোটর এবিএস, স্পিড লিমিটার, সেল্ফ ক্যান্সেলিং টার্ন ইন্ডিকেটর্স, কুইক শিফ্টার, রাইডিং মোড এবং নতুন ট্র্যাক মোড অফার করছে KTM।
দাম ও বুকিং
2023 KTM 390 Duke বাইকের দাম 3.11 লাখ টাকা। ইতিমধ্যেই মোটরসাইকেলের বুকিং শুরু হয়ে গিয়েছে। বাইকটি বুক করতে টোকেন অ্যামাউন্ট হিসেবে দিতে হবে মাত্র 4,500 টাকা।





