Piaggio ভারতে একটি দুর্দান্ত স্কুটার নিয়ে আসছে। সংস্থাটি ঘোষণা করেছে, শীঘ্রই ভারতের বাজারে তারে Typhoon বেসড Aprilia SR রেঞ্জ স্কুটারটি লঞ্চ করবে। Aprilia Typhoon হল নতুন স্কুটার প্রস্তুতকারক সংস্থাটির নতুন এন্ট্রি-লেভেল মডেল। এই স্কুটার একবার বাজারে এলে Storm 125-এর মতো জনপ্রিয় স্কুটারকেও বিক্রিবাট্টার নিরিখে পিছনে ফেলে দিতে পারে।
ভারতে Piaggio তার 25তম বর্ষ উদযাপন করছে। সেই শুভক্ষণেই সংস্থাটি তাদের লেটেস্ট অফারিং নিয়ে একাধিক নতুন আপডেট দিয়েছে। কোম্পানি জানিয়েছে, Aprilia Typhoon একটি 125cc ইলেকট্রিক স্কুটার হতে চলেছে। চলতি বছরের মার্চ মাসেই ভারতের বাজারে আগমন হতে পারে স্কুটারটির। এদিকে বিশ্বদরবারে অনেক দিন আগেই Aprilia Typhoon 125 স্কুটারটি লঞ্চ করে দিয়েছে Piaggio। মনে করা হচ্ছে, স্কুটারের ভারতীয় ভ্যারিয়েন্টটি স্টাইলিং, ফিচার্স এবং পরিণত হার্ডওয়্যারের দিক থেকে একাধিক নতুন আপডেট পাবে। আসন্ন স্কুটারটি OBD 2 হতে চলেছে, যা দেশের রাস্তায় চলার সমস্ত নিয়ম মেনেই ডিজ়াইন করা হচ্ছে।
লুকের দিক থেকে স্কুটারটি চিত্তাকর্ষক হতে চলেছে। LED হেডল্যাম্প দেওয়া হচ্ছে, থাকছে ডিজিটাল কন্সোল, কম্বি ব্রেকিং-সহ আরও একাধিক ফিচার। এছাড়াও মডেলটি i-get Euro5 ইঞ্জিন পেতে চলেছে, যা OBD 2 কমপ্লায়েন্স থেকেই আসছে। তার থেকেও বড় কথা হল, Piaggio তার সমগ্র স্কুটার রেঞ্জ আপডেট করছে i-get Euro5 ইঞ্জিন এবং OBD 2 কমপ্লায়েন্স সহযোগে, যার ডেডলাইন এপ্রিলের 1 তারিখ। আসন্ন স্কুটারের মোটরটি সংস্থার অন্যান্য স্কুটারের তুলনায় আরও ভাল অ্যাক্সিলারেশন এবং কম কার্বন নিঃসরণ করবে বলে জানিয়েছে Piaggio।
Aprilia SR 125 স্কুটারটির দাম এই মুহূর্তের ভারতের বাজারে 1.10 লাখ টাকা (এক্স-শোরুম)। মনে করা হচ্ছে, এর আপডেটেড মডেলটির দাম আর সামান্য কিছু টাকা বেশি হবে। কারণ, তাতে কিছু আপগ্রেডেশনও দেওয়া হবে। মনে করা হচ্ছে, Aprilia Typhoon 125 স্কুটারের দাম ভারতে 1.10 লাখ টাকার আশপাশেই হবে।
স্কুটারের পাশাপাশি Piaggio এবার ভারতের এন্ট্রি-পারফরম্যান্সের মোটরসাইকেল সেগমেন্টে প্রবেশ করতে চলেছে। 2023 সালেই সংস্থাটি তাদের প্রথম মোটরসাইকেলের পর্দা উন্মোচন করবে ভারতে। এই সেগমেন্টে সংস্থার মোটর বাইক হতে চলেছে RS440, যা BMW G 310 RR, KTM RC 390 এবং Kawasaki Ninja 300-এর জোর টক্কর দেবে। এখন 2023 সাল যে Piaggio-র জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বোঝা যাচ্ছে তাদের আসন্ন একাধিক লঞ্চ পরিকল্পনা থেকেই।