India’s First Solar Electric Car: পুণের ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপ Vayve Mobility শীঘ্রই ভারতের বাজারে তাদের প্রথম সৌরচালিত ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে চলেছে। গাড়িটির নাম Vayve Eva। 2024 সালের মাঝামাঝি সময় থেকে সেই সোলার পাওয়ার্ড ই-কারের ডেলিভারি শুরু হবে ভারতে। মূলত, শহরাঞ্চলের যাত্রীদের জন্য আধুনিক রূপ দেওয়া হয়েছে ইলেকট্রিক গাড়িটিতে। এতে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুর আসন থাকছে। Vayve Eva-র রুফ 150W রেটেড সৌরপ্যানেলের বৈশিষ্ট্য যুক্ত। ইলেকট্রিক গাড়িটি প্রতিদিন 10-12 কিলোমিটার পরিসর যোগ করতে পারে। পাশাপাশি এক চার্জে গাড়িটির রেঞ্জ 250 কিলোমিটার পর্যন্ত। Vavye Eva সৌর বৈদ্যুতিক গাড়ি হল ভারতের প্রথম গাড়ি, যার ছাদে সৌর প্যানেল দেওয়া হচ্ছে। 150W প্যানেল গাড়িটিকে দৈনিক প্রায় 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। শুধুমাত্র একটি বিনামূল্যে এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে বছরে প্রায় 3,000 কিলোমিটার ড্রাইভিংয়ের নজির দেখাতে পারে। একটি 14kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে গাড়িটিতে, যা এক চার্জে 250km পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। ওয়াল সকেট চার্জারের সাহায্যে গাড়িটি চার ঘণ্টার মধ্যেই সম্পূর্ণরূপে চার্জ হতে পারে।
Vayve-এর সিইও নীলেশ বাজাজ দাবি করেছেন, ডিজ়াইনের জন্য গাড়িটি প্রকাশ্যে নিয়ে আসতে কিছুটা সময় লেগেছিল। প্রায় 550 কেজি ওজনের Vayve Eva গাড়িটি একটি পর্যাপ্ত আকারের সৌর প্যানেল অর্জনের জন্য চেষ্টা করেছে, যা পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের উদ্দেশ্যে কাজ করে। সংস্থাটি জানিয়েছে, দেশের গ্রাহকরা এটি নিয়ে দিনে গড়ে 30 কিমি ড্রাইভ করতে পারবেন এবং সৌর প্যানেলগুলি সূর্য থেকে ড্রাইভিং রেঞ্জের প্রায় 30 শতাংশ অবদান রাখতে পারে।
Vayve Eva সৌর বৈদ্যুতিক গাড়ির স্পেসিফিকেশন
Vavye Eva হল একটি মাইক্রো কার, যা দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুকে তার কম্প্যাক্ট আকারের মধ্যে জায়গা দিতে পারে। ঐতিহ্যবাহী গাড়ির থেকে অনেকটাই আলাদা দেখতে এই ইভা সামনের তুলনায় পিছনে ছোট ট্র্যাক সহ একটি সরু এবং লম্বা বডি রয়েছে। গাড়িটি তার ন্যূনতম ডিজ়াইনেই অনন্য রূপ পেয়েছে। রয়েছে অ্যারো-কভার হুইল, সামনে এবং পিছনে LED লাইটবার আকারে কিছু সিগনেচার ডিজাইনও দেওয়া হয়েছে গাড়িটিতে। গাড়ির অন্দরমহল কেন্দ্রমুখী এবং ড্রাইভারকে একাধিক তথ্য দিয়ে নিয়ন্ত্রণ ধরে রাখতে ফোকাস করে।
Eva সৌরচালিত ই-কারে একটি 6kW বৈদ্যুতিক মোটর দেওয়া হয়েছে, যার সর্বোচ্চ পাওয়ার আউটপুট 12kW বা 16hp এবং 40Nm টর্ক। এটি একটি একক গতির ট্রান্সমিশনের মাধ্যমে 14kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের সঙ্গে যুক্ত। এই পাওয়ারট্রেইন মাইক্রো ইভিকে 5 সেকেন্ডে শূন্য থেকে 40kmph গতিতে স্প্রিন্ট করতে এবং 70kmph এর সর্বোচ্চ গতিতে যেতে সাহায্য করে। পাওয়ারট্রেইনটি একটি লিক্যুইড কুলিং সিস্টেম দ্বারা চালিত এবং IP68 রেটিং প্রাপ্ত
আপফ্রন্টের দিক থেকে ইভা তার সাসপেনশনের জন্য কয়েল স্প্রিংস এবং পিছনে ডুয়াল শক-সহ একটি স্বাধীন ম্যাকফারসন স্ট্রট পেয়েছে। গাড়িটি 155 সেকশনের 13 ইঞ্চি চাকার সেটে চড়ে। এই EV 250kg-র একটি পেলোড ক্ষমতা প্রাপ্ত এবং 15 ডিগ্রি গ্রেডেবিলিটি সাপোর্ট করে। অন্যান্য যান্ত্রিক উপাদানগুলির মধ্যে রয়েছে একটি বৈদ্যুতিক পাওয়ার স্টিয়ারিং এবং সামনের ডিস্ক ব্রেক। গাড়িটিতে সিটবেল্ট, মনোকোক কনস্ট্রাকশন এবং ড্রাইভার এয়ারব্যাগ-সহ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। ক্রিয়েচার আরামের মধ্যে রয়েছে এয়ারকন্ডিশন এবং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে।
কত দামে গাড়িটি লঞ্চ করা হবে তা এখনও পর্যন্ত কোম্পানির তরফ থেকে জানানো হয়নি। তবে এর আগে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছিল, 5 লাখ টাকারও কমে এই গাড়িটি ভারতে লঞ্চ করা হবে। তার থেকেও কম হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। মোট ছয়টি কালারে পাওয়া যাবে Vavye Eva সৌরচালিত বৈদ্যুতিক গাড়িটি- মুনস্টোন হোয়াইট, লাইট প্ল্যাটিনাম, রোজ কোরাল, স্কাই ব্লু, শ্যাম্পেন গোল্ড এবং চেরি রেড।