Bajaj Chetak E-Scooter: অতিরিক্ত রেঞ্জ ও ফিচারের নতুন Bajaj Chetak ই-স্কুটার আসছে, একচার্জে 108 km ছুটবে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 16, 2023 | 11:21 PM

2023 Bajaj Chetak Electric: আগের মডেলের তুলনায় নতুন 2023 Bajaj Chetak-এর রেঞ্জ হতে চলেছে আরও একটু বেশি। বর্তমান মডেলটি যেখানে একচার্জে 90 কিলোমিটার দৌড়তে পারে, আপগ্রেডেড মডেলটি একবার চার্জে 108 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে বলে জানা গিয়েছে।

Bajaj Chetak E-Scooter: অতিরিক্ত রেঞ্জ ও ফিচারের নতুন Bajaj Chetak ই-স্কুটার আসছে, একচার্জে 108 km ছুটবে
বাজাজ চেতক ইলেকট্রিক এবার নতুন আঙ্গিকে।

Follow Us

2023 Bajaj Chetak Electric: দেশের মার্কেটে খুব শীঘ্রই Chetak ইলেকট্রিক স্কুটারের একটি আপডেটেড মডেল নিয়ে হাজির হবে Bajaj Auto। এই মুহূর্তে দেশে যে হারে ইলেকট্রিক স্কুটার এবং বাইক লঞ্চ হচ্ছে, সেই দিকটা মাথায় রেখে এবং সর্বোপরি প্রতিযোগিতার বাজারে Bajaj Chetak Electric স্কুটারটিকে অন্য আঙ্গিকে নিয়ে আসার পরিকল্পনা করেছে পুণের দু-চাকা প্রস্তুতকারক সংস্থাটি। প্রসঙ্গত, 2020 সালে দেশের ইলেকট্রিক মোবিলিটি সেগমেন্টে আত্মপ্রকাশ করে বাজাজ অটো। এখনও পর্যন্ত সংস্থাটি একটাই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। সেই Bajaj Chetak Electric এবার নতুন 2023 ভার্সন হিসেবে আসতে চলেছে।

2023 Bajaj Chetak Electric: কী আশা করা যেতে পারে?

আগের মডেলের তুলনায় নতুন 2023 Bajaj Chetak-এর রেঞ্জ হতে চলেছে আরও একটু বেশি। বর্তমান মডেলটি যেখানে একচার্জে 90 কিলোমিটার দৌড়তে পারে, আপগ্রেডেড মডেলটি একবার চার্জে 108 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে বলে জানা গিয়েছে। এখন স্কুটারের এই রেঞ্জ বাড়ানোই প্রমাণ করে দিচ্ছে যে, প্রতিযোগিতার বাজারের দিকে নজর রেখেই বাজাজ চেতক ইলেকট্রিক আপগ্রেড করা হচ্ছে।

Bajaj Chetak Electric: প্রতিযোগী স্কুটারগুলির রেঞ্জ

বাজাজ চেতক ই-স্কুটারের পুরনো মডেলটি যেখানে 90 কিলোমিটার রেঞ্জ দিতে পারে, ঠিক সেখানেই তার প্রতিযোগী স্কুটারগুলির রেঞ্জ আরও বেশি। তাদের মধ্যে Ather 450X একবার চার্জে 146 km রেঞ্জ দিতে পারে, Ola S1 Pro একবার চার্জে 181 km রেঞ্জ দিতে পারে এবং আসন্ন TVS iQube ST একবার চার্জে 145 km পর্যন্ত রেঞ্জ দেবে বলেই জানা গিয়েছে। এখন বাজাজ যদি 108 km রেঞ্জের চেতক ইলেকট্রিক নিয়ে আসে, তাহলে প্রতিযোগিতা কীরকম বেড়ে যাবে, তা বোঝাই যাচ্ছে।

Bajaj Chetak E-Scooter: দাম ও স্পেসিফিকেশন

এই মুহূর্তে বাজারে যে চেতক ইলেকট্রিক মডেলটি রয়েছে, তাতে একটি 3 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এই ব্যাটারি প্যাক পেয়ার করা রয়েছে 3.8 kW ইলেকট্রিক মোটরের সঙ্গে। মোট দুটি রাইডিং মোড রয়েছে এই স্কুটারের: ইকো এবং স্পোর্ট। স্কুটারটির সর্বাধিক স্পিড 70 kmph। এছাড়া 16 Nm পিক টর্ক দিতে পারে এই স্কুটার। এই মুহূর্তে Chetak E-Scooter এর দাম ভারতের বাজারে 1.52 লাখ টাকা। এখন নতুন আপগ্রেডেড 2023 মডেলটি এলে, তা একটু প্রিমিয়াম অর্থাৎ তার দাম আরও বেশি হবে বলেই মনে করা হচ্ছে।

Next Article