BattRE Dune ই-বাইক আসছে 1 লাখ টাকায়, 130 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 16, 2023 | 4:05 PM

Electric Adventure Bike: চলতি বছরের দীপাবলির সময় BattRE Dune Electric মোটরসাইকেলটি লঞ্চ করা হতে পারে। তার থেকেও খুশির খবর হল, ইলেকট্রিক অ্যাডভেঞ্চার মোটরবাইকটির দাম হবে 1 লাখ টাকা থেকে 1.10 লাখ টাকার মধ্যে।

BattRE Dune ই-বাইক আসছে 1 লাখ টাকায়, 130 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ
দেশের প্রথম ইলেকট্রিক অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আসছে শীঘ্রই।

Follow Us

BattRE Electric ভারতের বাজারে একটি নতুন বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে আসছে। দেশের এই EV স্টার্টআপটির আসন্ন ই-বাইক হতে চলেছে পুরোদস্তুর ইলেকট্রিক অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। চলতি বছরের দীপাবলির সময় মোটরসাইকেলটি লঞ্চ করা হতে পারে। তার থেকেও খুশির খবর হল, ইলেকট্রিক অ্যাডভেঞ্চার মোটরবাইকটির দাম হবে 1 লাখ টাকা থেকে 1.10 লাখ টাকার মধ্যে। EV স্টার্টআপটির প্রতিষ্ঠাতা নিশ্ছল চৌধরী সংবাদমাধ্যম HT Auto-র কাছে জানিয়েছেন, BattRE Dune ভারতের বৈদ্যুতিক দু-চাকা গাড়ির বাজারে প্রথম কোনও ইলেকট্রিক অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হতে চলেছে।

চৌধরী জানিয়েছেন, BattRE Dune ই-মোটরসাইকেলটির মোট তিনটি ভিন্ন মোড থাকবে- ইকো, কম্ফোর্ট এবং স্পোর্টস। বাইকটি ইকো মোডে একবার চার্জে 130 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারবে। অন্য দিকে আবার স্পোর্টস মোডে ই-মোটরসাইকেলটি একবার চার্জে 100 কিলোমিটার পর্যন্ত দৌড়বে।

BattRE প্রতিষ্ঠাতা নিশ্ছল চৌধরী দাবি করেছেন, দেশের রাস্তার কথা মাথায় রেখে BattRE Dune অ্যাডভেঞ্চার ইলেকট্রিক মোটরসাইকেলে আক্রমণাত্মক এবং মাসক্যুলার ডিজ়াইন দেওয়া হচ্ছে। তিনি এ-ও ইঙ্গিত দিয়েছেন, মোটরসাইকেলটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, নানাবিধ কানেক্টিভিটি, নেভিগেশনের মতো একাধিক জরুরি ফিচার পাবে। ইলেকট্রিক বাইকটি একটি সামগ্রিক ইউনিট হিসেবে বিক্রি করা হবে, যার পাওয়ারের জন্য থাকবে একটি ছোট্ট ব্যাটারি প্যাক।

Dune হতে চলেছে ইলেকট্রিক ভেহিকল স্টার্টআপটির প্রথম কোনও মোটরসাইকেল। এই মুহূর্তে সংস্থার ঝুলিতে রয়েছে তিনটি ইলেকট্রিক স্কুটার: One, Lo:EV এবং Stor:ie। এদের মধ্যে One এবং Lo:EV হল লো-স্পিডের ইলেকট্রিক স্কুটার। আবার হাই-স্পিড মডেল হল Stor:ie। গত বছর জুলাই মাসে এই স্কুটারটি ভারতে লঞ্চ করা হয়েছিল।

Dune-এর পাশাপাশি BattRE Electric আর একটি ইলেকট্রিক ডেলিভারি স্কুটার নিয়ে কাজ করছে, যার নাম Cool:IE। লাস্ট মাইল ডেলিভারি ইন্ডাস্ট্রির জন্যই এই স্কুটারটি ডিজ়াইন করা হচ্ছে। দেশে কোভিড অতিমারির সময় ইলেকট্রিক দু-চাকা গাড়ির বিক্রিবাট্টা ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। তার মূল কারণটাই ছিল লাস্ট মাইল ডেলিভারি বাইক বা স্কুটারের প্রয়োজনীয়তা বৃদ্ধি।

Next Article