Nexon, Creta-কে পিছনে ফেলে দেশে এক নম্বর 3.54 লাখের এই Maruti গাড়ি
Best Selling Cars 2023: 2023 সালের জানুয়ারি মাসে দেশের সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছে Maruti Suzuki Alto। গত মাসে Alto এবং Alto K10 এই দুটি মডেলই মোট 21,411 ইউনিট বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 73 শতাংশ বৃদ্ধি।
Best Selling Cars: বেশ কিছু বছর পর বিক্রিবাট্টার নিরিখে এক নম্বর জায়গা দখল করল Maruti Alto। সস্তার এই Maruti Suzuki গাড়ি আরও একবার জনপ্রিয়তা অর্জন করল। সম্প্রতি সামনে এসেছে 2023 সালের জানুয়ারি মাসের রিপোর্ট। সেই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, চলতি বছরের শুরুতেই মারুতি অল্টো গাড়িটি দেশের সবথেকে বেশি মানুষ ক্রয় করেছেন। পরিসংখ্যান বলছে, এবছর Maruti Suzuki Alto এবং Alto K10 এই দুই গাড়ির বিক্রি 73 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই মারুতির এই এন্ট্রি লেভেল গাড়িটি WagonR, Baleno এবং Swift এর পাশাপাশি Tata-এর থেকেও এগিয়ে রয়েছে। এই মুহূর্তে দেশের জনপ্রিয়তম দুই গাড়ি Tata Nexon এবং Hyundai Creta-কেও পিছনে ফেলে এগিয়ে গিয়েছে Maruti Alto।
20 বছরেরও বেশি সময় আগে Alto-র প্রথম মডেলটি বাজারে নিয়ে এসেছিল Maruti Suzuki। তারপর থেকে টানা বহু বছর জনপ্রিয়তার শীর্ষে ছিল গাড়িটি। মাঝে প্রতিযোগীরা মারুতি অল্টো-র যোগ্য প্রতিদ্বন্দ্বী নিয়ে আসার ফলে তার জনপ্রিয়তায় সামান্য ভাঁটা পড়েছিল। সম্প্রতি বাজারে এসেছে অল্টো-র আরও একটি নতুন মডেল। সেই নতুন এবং আপডেটেড Maruti Alto 2022 গাড়িটির দাম শুরু হচ্ছে 3.54 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। Maruti Alto ছাড়া 2023 সালের জানুয়ারি মাসে সবথেকে বেশি পরিমাণে বিক্রি হওয়া গাড়িগুলির তালিকায় আর কোন কোন মডেল রয়েছে, দেখে নিন।
2023 সালের জানুয়ারি মাসে দেশের সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছে Maruti Suzuki Alto। গত মাসে Alto এবং Alto K10 এই দুটি মডেলই মোট 21,411 ইউনিট বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 73 শতাংশ বৃদ্ধি। দ্বিতীয় স্থানে রয়েছে Maruti Suzuki WagonR, যা গত জানুয়ারিতে 20,466 ইউনিট বিক্রি হয়েছে। এই এন্ট্রি-লেভেল হ্যাচব্যাকের বিক্রি গতবারের তুলনায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি মারুতি সুজুকি Swift, যা জানুয়ারিতে মোট 16,440 ইউনিট বিক্রি হয়েছে।
প্রিমিয়াম হ্যাচব্যাক Maruti Suzuki Baleno গত কয়েক মাসে ব্যাপক হারে বিক্রি হয়েছে। এবারের জানুয়ারিতে সেই গাড়িটিই চার নম্বরে নেমে গিয়েছে। 2023 সালের জানুয়ারি মাসে Baleno-র মোট 19,108 ইউনিট বিক্রি হয়েছে, যা 141 শতাংশের বার্ষিক বৃদ্ধি। এদিকে Tata Nexon গত মাসে 15,567 ইউনিট মডেল বিক্রি হয়েছে। পাঁচ নম্বর জায়গায় চলে এসেছে এই গাড়িটি, গত মাসের তুলনায় এই গাড়ির বিক্রয় 13% বৃদ্ধি পেয়েছে।
জানুয়ারিতে ভারতে শীর্ষ 10টি সেরা বিক্রি হওয়া গাড়ির তালিকার ছয় নম্বরে জায়গা করে নিয়েছে Hyundai Creta। মোট 15,037 ইউনিট বিক্রি হয়েছে গাড়িটি, যা বছরে 52 শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার ঠিক পরেই সাত নম্বরে রয়েছে Maruti Suzuki Brezza। এই গাড়িটি 14,359 ইউনিট বিক্রি হয়েছে। তালিকায় তার পরবর্তী গাড়িগুলিক হল টাটা পাঞ্চ (12,006 ইউনিট), মারুতি সুজুকি ইকো (11,709 ইউনিট) এবং মারুতি সুজুকি ডিজায়ার (11,317 ইউনিট) বিক্রি হয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে, সেরা 10টি গাড়ির তালিকায় 7টি গাড়িই Maruti Suzuki-র।