TVS Apache RTR 310 নেকেড স্পোর্ট এসে গেল ভারতে, দাম 2.43 লাখ টাকা
নতুন TVS Apache RTR 310 বাইকের দাম শুরু হচ্ছে 2.43 লাখ টাকা থেকে এবং তা 2.64 লাখ টাকা পর্যন্ত যাচ্ছে। প্রতিটি মডেলের দামই এক্স-শোরুমের। বাইকটি কিছু সেগমেন্ট-ফার্স্ট ফিচার্স পেয়েছে।
![TVS Apache RTR 310 নেকেড স্পোর্ট এসে গেল ভারতে, দাম 2.43 লাখ টাকা TVS Apache RTR 310 নেকেড স্পোর্ট এসে গেল ভারতে, দাম 2.43 লাখ টাকা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/09/TVS-Apache-RTR-310.jpg?w=1280)
নতুন ফ্ল্যাগশিপ স্ট্রিটফাইটার নিয়ে হাজির হল TVS Motor Company। সেই বাইকের নাম TVS Apache RTR 310। কয়েক দিন আগেই বাইকটি ব্যাংকক এবং থাইল্যান্ডের বাজারে হাজির হয়েছিল। অতঃপর ভারতেও লঞ্চ করা হল মডেলটি। নতুন TVS Apache RTR 310 বাইকের দাম শুরু হচ্ছে 2.43 লাখ টাকা থেকে এবং তা 2.64 লাখ টাকা পর্যন্ত যাচ্ছে। প্রতিটি মডেলের দামই এক্স-শোরুমের। বাইকটি কিছু সেগমেন্ট-ফার্স্ট ফিচার্স পেয়েছে। এর আগের Apache RR 310 বাইকে যে ইঞ্জিন ছিল, সেই একই ইঞ্জিন নতুন বাইকটিতেও দেওয়া হয়েছে। Apache RTR 310-এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
নতুন TVS Apache RTR 310 বাইকে রয়েছে ডায়নামিক টুইন LED হেডল্যাম্প এবং LED DRL। মোটরসাইকেলটিতে ডায়নামিক LED ব্রেক লাইটিং ও তার সঙ্গে একটি LED টেইললাইটও দেওয়া হয়েছে। শ্রাউড সহযোগে ফুয়েল ট্যাঙ্কের স্টাইলিং ধারালো করা হয়েছে, একটি টু-পিস সিট এহং রেইজ়ড টেইল সেকশন রয়েছে। বাইকের রাইডিং পসচারও আগের মডেলের তুলনায় সামান্য পরিবর্তিত হয়েছে। তবে তার বেশিরভাগটাই আপরাইট রাখা হয়েছে একটি প্রশস্ত হ্যান্ডেলবার সহযোগে।
TVS Apache RTR 310 বাইকের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ক্রুজ় কন্ট্রোল, পাঁচটি রাইডিং মোড, টুইন LED হেডল্যাম্প, 5 ইঞ্চির TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ক্লাইমেট কন্ট্রোল সিট এবং রেস-টিউনড ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল (RT-DSC)। মোটরসাইকেলটিতে কর্নারিং এবিএস, বিশেষ করে সুইচেবল স্লোপ-ডিপেন্ড্যান্ট কন্ট্রোল দেওয়া হয়েছে। এছাড়া এই বাইকটি ফ্রন্ট হুইল লিফ্ট অফ কন্ট্রোলও পেয়েছে।
এই বাইকে রয়েছে বাই-ডিরেকশনাল কুইকশিফ্টার, রেস-টিউনড লিনিয়ার স্টেবিলিটি কন্ট্রোল, ট্রেলিস ফ্রেম ও তার সঙ্গে একটি লাইটওয়েট অ্যালুমিনিয়াম সাবফ্রেম এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। ব্র্যান্ডের বিল্ড টু অর্ডার (BTO) প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে মোটরসাইকেলটিতে এখন অফার করা হচ্ছে একাধিক কাস্টমাইজ়েশন অপশন। অন্য দিকে ডায়নামিক কিটের মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল সাসপেনশন, TPMS, ব্রাস-কোটেড চেন, একত্রে যেগুলির আলাদা করে দাম 18,000 টাকা। আর একটি ডায়নামিক প্রো কিটও থাকছে, যা RT-DSC এবং ক্লাইমেট কন্ট্রোল সিট পেয়েছে, তার দাম 22,000 টাকা।
পাওয়ারের জন্য 312.12 cc সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা 9,700 rpm-এ 35.1 bhp এবং 6,650 rpm-এ 28.7 Nm টর্ক দিতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। বাইকটির সর্বাধিক স্পিড 150 কিলোমিটার প্রতি ঘণ্টা। মাত্র 2.81 সেকেন্ডের মধ্যেই বাইকটি 0-60 kmph স্পিড তুলতে পারে। KYB সোর্সড USD ফ্রন্ট ফর্ক দেওয়া হয়েছে বাইকটিতে, যা 30 শতাংশ কম্প্রেসন এবং রিবাউন্ড ড্যাম্পিং দিতে পারে। বাইকটির রিয়ারে রয়েছে একটি মনোশক, যাতে 30 শতাংশ প্রি-লোড রিবাউন্ড ড্যাম্পিং রয়েছে। ডুয়াল কমপাউন্ড রেডিয়াল টায়ারে চলবে এই বাইকটি।
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)
![চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা? চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Which-cricketer-score-most-century-in-ICC-Champions-Trophy-.jpg?w=670&ar=16:9)
![৫১% দম্পতিই বিশ্বাসঘাতক! পরকীয়ায় শীর্ষে কোন দেশ জানেন? ৫১% দম্পতিই বিশ্বাসঘাতক! পরকীয়ায় শীর্ষে কোন দেশ জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Which-country-has-highest-number-of-extramarital-affair.jpg?w=670&ar=16:9)
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)