TV9 বাংলা ডিজিটাল: কথায় বলে সস্তায় পুষ্টিকর। বাজাজ পরিবারের এই নতুন সদস্য যেন সেই প্রবাদকেই সত্য প্রমাণ করে ছাড়ল। মধ্যবিত্তের নাগালের মধ্যেই বাজাজ কোম্পানি বাজারে নিয়ে এল তাদের সিটি ১০০-এর আনকোরা নতুন মডেল। দাম পঞ্চাশ হাজারেরও কম। (Bajaj CT 100 KS )
কোম্পানির তরফে নতুন এই মডেলটির নাম রাখা হয়েছে ‘সিটি ১০০ কে এস’। এতে যোগ করা হয়েছে আটটি নতুন ফিচারও। ফুয়েল মিটারের ক্ষেত্রেও অভিনব পরিবর্তন এনেছে এই অটো মোবাইল সংস্থাটি। রয়েছে এমন প্রযুক্তি যা জানান দেবে বাইকের জ্বালানির পরিমাণ।
মোট তিনটি রঙে মিলবে এই বাইকটি। গ্লসি ব্ল্যাকের সঙ্গে নীল, আগুনরঙা লাল এবং ম্যাট অলিভ গ্রিনের সঙ্গে হলুদ…সব মিলিয়ে দূর থেকেও নজর কাড়বে আপনার সাধের টু-হুইলারটি। থাকছে ক্রস টিউবের সুবিধেও, যা হ্যান্ডলবারে আরও বেশি গ্রিপ দিতে সাহায্য করবে।
সিটি ১০০-এর এই নতুন মডেল সম্পর্কে বাজাজ অটো লিমিটেডের মার্কেটিং হেড নারায়ণ সুন্দররমন জানানিয়েছেন, সিটি ব্র্যান্ডের বাকি মডেলগুলির মতোই এই নয়া মডেল নজর কাড়বে ক্রেতাদের।
আর দাম? দাম মাত্র ৪৬ হাজার ৪৩২ টাকা (দিল্লির এক্স শোরুম অনুসারে)। কী ভাবছেন? কিনবেন নাকি ‘সিটি ১০০ কে এস’?