এপ্রিল মাসে ভারতে লঞ্চ হচ্ছে বেশ কয়েকটি বাইক-স্কুটার, একনজরে দেখে নিন তালিকা

Sohini chakrabarty |

Apr 03, 2021 | 11:27 PM

দেখে নিন কী কী বাইক এবং স্কুটার লঞ্চ হচ্ছে এই মাসেই।

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হচ্ছে বেশ কয়েকটি বাইক-স্কুটার, একনজরে দেখে নিন তালিকা
২০২১ সালে লঞ্চ হতে চলেছে সুজুকির অন্যতম জনপ্রিয় মডেল হায়াবুসা।

Follow Us

এপ্রিল মাসে একগুচ্ছ নতুন বাইক লঞ্চ হচ্ছে ভারতে। তালিকায় আছে স্কুটারও। একনজরে দেখে নেওয়া যাক সেইসব স্কুটার-বাইকের খুঁটিনাটি।

Triumph Trident 660:

ট্রিয়াম্ফ ট্রাইডেন্ট ৬৬০- অত্যাধুনিক এই বাইক লঞ্চ হচ্ছে আগামী ৬ এপ্রিল। গতবছরের শেষভাগ থেকেই এই বাইকের জন্য প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছিল। মাঝারি ওজনের এই বাইকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাইকপ্রেমীরা। বিশেষজ্ঞরা বলছেন এই বাইকের ডিজাইন অনেকটা কাওয়াসাকি Z650 এবং হন্ডা CB650R মডেলের মতো। সমসাময়িক অন্যান্য অনেক বাইককে রীতিমতো পাল্লা দেবে ট্রিয়াম্ফ ট্রাইডেন্ট ৬৬০, এমনটাই বলছেন বাইক বিশেষজ্ঞরা। পাশাপাশি এই বাইকের ব্যবসায়িক সাফল্যও বেশ ভাল হবে বলেই মনে করা হচ্ছে।

2021 Suzuki Hayabusa:

২০২১ সালে লঞ্চ হতে চলেছে সুজুকির অন্যতম জনপ্রিয় মডেল হায়াবুসা। চলতি বছরই প্রথমদিকে গ্লোবালি লুক রিভিল হয়েছে এই বাইকের। সুজুকির তরফে জানানো হয়েছে এপ্রিল মাসেই লঞ্চ হবে এই বাইক। যদিও এখনও বাইকের রিলিজ ডেট প্রসঙ্গে কিছু জানাননি কর্তৃপক্ষ। অনুমান করা হচ্ছে এই বাইকের দাম শুরু হতে পারে ১৫ লক্ষ টাকা (এক্স শোরুম ইন্ডিয়া)।

Aprilia SXR 125:

সম্প্রতি ইতালিয় সংস্থা পিয়াজিয়ো ঘোষণা করেছে তাদের নতুন এপ্রিলিয়া এসএক্সআর ১২৫ স্কুটার লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, এই স্কুটার আসলে SXR 160- এর ছোট ভার্সান। ভারতে কিছু মাস আগেই এই SXR 160 মডেলের উপর সেল দেওয়া হয়েছে। নতুন এসএক্সআর ১২৫ মডেলের ডিজাইন আগের স্কুটারের মতোই হবে। তবে ইঞ্জিনে রয়েছে ফারাক। নতুন স্কুটারের মডেলে থাকবে ১২৫ সিসি- র পাওয়ারট্রেন। দামও কিছুটা কম হবে আগের মডেলের তুলনায়, এমনটাই অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই প্রি-বুকিং এবং অফার শুরু হয়েছে এই স্কুটারের উপর।

New TVS Apache RR 310:

টিভিএস মোটর কোম্পানির নতুন বাইক অ্যাপাচে আরআর ৩১০- ও লঞ্চ হতে চলেছে এই বছরই। বিশেষ কিছু অবশ্য এখনও জানাননি কর্তৃপক্ষ। তবে টেস্ট ড্রাইভের ব্যাপারে ইতিমধ্যেই ইভেন্ট শুরু করেছেন টিভিএস কর্তৃপক্ষ।

Ducati Diavel, XDiavel:

ডুকাটি ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে ২০২১ সালের প্রথমভাগ শেষ হওয়ার আগেই নাকি তারা তাদের নতুন দু’টি বাইক Diavel এবং XDiavel ভারতে লঞ্চ করবে। অনুমান করা হচ্ছে, এপ্রিল মাসের শেষের দিকে হয়তো এই বাইকের উপর সেল বা চাহড় শুরু হবে। তবে এই বাইকের ব্যাপারে বিশেষ কিছু তথ্য এখনও জানা যায়নি।

Next Article