AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

90 দিনের রিচার্জ প্ল্যানে আলোড়ন ফেলল BSNL, এত সস্তা দামে সব আনলিমিটেড!

BSNL Affordable Recharge Plan: BSNL-এর 4G আসতে খুব বেশি দেরি নেই। চলতি বছরের সেপ্টেম্বরেই BSNL-এর 4G চালু হতে পারে। এর একটি 90 দিনের প্ল্যান রয়েছে, যাতে আপনি কম খরচে অনেক বেশি সুবিধা পাবেন।

90 দিনের রিচার্জ প্ল্যানে আলোড়ন ফেলল BSNL, এত সস্তা দামে সব আনলিমিটেড!
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 3:28 PM
Share

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এর অনেক সস্তার প্ল্যান রয়েছে। অন্যদিকে যখন দেশের বড় বড় কোম্পানিগুলি 5G আনতে ব্যস্ত, সেই সময় এখনও 3G-তেই আটকে আছে সংস্থাটি। তবে এর এমন অনেক প্ল্যান রয়েছে, যা Jio-Airtel-কে অনায়াসে টেক্কা দিতে পারে। BSNL কম খরচে সবচেয়ে বেশি সুবিধা দেয়, একথা বললে ভুল বলা হবে না। কিন্তু প্ল্যানগুলিতে একটা অসুবিধা আছে। যে সব জায়গায় 4G নেই, তারা 3G সুবিধা পাবেন। তবে BSNL-এর 4G আসতে খুব বেশি দেরি নেই। চলতি বছরের সেপ্টেম্বরেই BSNL-এর 4G চালু হতে পারে। এর একটি 90 দিনের প্ল্যান রয়েছে, যাতে আপনি কম খরচে অনেক বেশি সুবিধা পাবেন।

90 দিনের প্ল্যানে কী কী সুবিধা পাবেন?

BSNL-এর 90 দিনের প্রিপেইড প্ল্যানটির জন্য আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে না। এই প্ল্যানের দাম 439 টাকা। যারা ভারতের মধ্যে কল করার জন্য একটি সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান খুঁজছেন তাদের জন্য BSNL-এর 439 টাকার প্ল্যানটি একেবারে উপযুক্ত। এই প্ল্যানে 90 দিনের বৈধতা, আনলিমিটেড ভয়েস কলিং এবং 300-টি এসএমএস পেয়ে যাবেন।

তবে এই প্ল্যানে আপনি কোনও ডেটা পাবেন না। আপনার যদি ডেটার প্রয়োজন না হয়, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য একটি ভাল অপশন হতে পারে। এটি কম দামের একটি প্ল্যান। দেশে বিএসএনএল-এর ব্যাপক কভারেজ রয়েছে, তাই ব্যবহার করতে কোনও অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।

এদিকে Jio-র 90 দিনের প্ল্যানে কী রয়েছে?

Jio-এর 749 টাকার প্ল্যান 90 দিনের বৈধতা পেয়ে যাবেন। এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। এইভাবে ব্যবহারকারীরা মোট 180 জিবি ডেটা পাবেন। এছাড়াও, 90 দিনের জন্য আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা, Jio TV, Jio Cinema, Jio সিকিউরিটি এবং Jio ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। সঙ্গে প্রতিদিন 100টি করে SMS পাবেন।