ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) সম্প্রতি গ্রাহকদের জন্য একটি নতুন পরিষেবা চালু করেছে। বিএসএনএলের এই পরিষেবার নাম ‘বিএসএনএল সিনেমা প্লাস’। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করার সুযোগ পাবেন। যেসব গ্রাহকের বিএসএনএলের কানেকশন রয়েছে তাঁরা মাসে ১৯৯ টাকার বিনিময়ে এই পরিষেবা পাবেন। যদিও বর্তমানে প্রতি মাসে মাত্র ১২৯ টাকায় এই পরিষেবা পাওয়া যাচ্ছে। প্রথম তিনমাসের জন্য এই সুবিধা পাবেন গ্রাহকরা। বিএসএনএলের দাবি, তাদের সিনেমা প্লাস পরিষেবায় ৩০০-র বেশি টিভি চ্যানেল এবং ৮ হাজারের বেশি সিনেমা দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।
জানা গিয়েছে, ইয়াপ টিভির পাশাপাশি সোনি লিভ স্পেশ্যাল, ভুট সিলেক্ট, ইয়াপ টিভি প্রিমিয়াম, জি ফাইভ প্রিমিয়াম এইসব ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে। ইয়াপ টিভি স্কোপের সাহায্যে বিএসএনএলের এই সিনেমা প্লাস প্ল্যান পাওয়া যাবে। একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে একাধিক ওটিটি প্ল্যাটফর্মে পছন্দসই অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। কম্পিউটার (ডেস্কটপ বা ল্যাপটপ) হোক বা মোবাইল কিংবা স্মার্টটিভি সর্বত্রই চলতে পারে বিএসএনএলের এই সিনেমা প্লাস পরিষেবা। নিজের পছন্দের সিনেমা-সিরিজ-সিরিয়াল ও অন্যান্য অনুষ্ঠান বেছে নিতে পারবেন গ্রাহকরা। শুধু সিনেমা নয় খেলা, গান, বাচ্চাদের অনুষ্ঠান সবই দেখা যাবে সিনেমা প্লাসের সাবস্ক্রিপশন থেকে। লাইভ টিভি চ্যানেল এবং অরিজিনাল শো-ও দেখার সুযোগ থাকবে।
কীভাবে সাবস্ক্রাইব করবেন বিএসএনএল সিনেমা প্লাস?
বিএসএনএলের ওয়েবসাইটে গেলে গ্রাহকরা সেখান থেকে এই পরিষেবার সুবিধা পাবেন। ওয়েবসাইটে সাইন ইন বা লগ ইন করার পর গ্রাহকদের প্রথমে নিজের বিএসএনএল নম্বর রেজিস্টার করতে হবে। সেই সঙ্গে টেলিকম সার্কেল, গ্রাহকের ইমেল আইডি এবং পুরো নামও দিতে হবে। সফল ভাবে সাইন ইন হলে অ্যাপের মাধ্যমে বিএসএনএলের সিনেমা প্লাস পরিষেবা পাবেন গ্রাহকরা। অ্যানড্রয়েড, আইফোন, অ্যানড্রয়েড টিভি, ফায়ার টিভি—- এই সমস্ত ডিভাইসের ক্ষেত্রে এই প্ল্যান চালানো যাবে। ওয়েব ব্রাউজারের মাধ্যমেও ডেস্কটপ ও ল্যাপটপ থেকেও সিনেমা প্লাসের পরিষেবা পাবেন গ্রাহকরা।