AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড় চাল চেলেছে BSNL, এই প্ল্যান রিচার্জ করলেই 20 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি

BSNL Plan: ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার দু'টি প্রিপেইড প্ল্যানের বৈধতা বাড়িয়েছে। অর্থাৎ এবার থেকে তার 699 টাকার এবং 999 টাকার প্ল্যান বেশি দিন ব্যবহার করতে পারবেন। তবে অনেকক্ষেত্রেই এমনটা দেখা যায়, বৈধতা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু সুবিধা কমিয়ে দেওয়া হয়।

বড় চাল চেলেছে BSNL, এই প্ল্যান রিচার্জ করলেই 20 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি
| Updated on: Mar 16, 2024 | 9:30 AM
Share

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার দু’টি প্রিপেইড প্ল্যানের বৈধতা বাড়িয়েছে। অর্থাৎ এবার থেকে তার 699 টাকার এবং 999 টাকার প্ল্যান বেশি দিন ব্যবহার করতে পারবেন। তবে অনেকক্ষেত্রেই এমনটা দেখা যায়, বৈধতা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু সুবিধা কমিয়ে দেওয়া হয়। কিন্তু বিএসএনএল তা করেনি। তারপরেও এই দুটি প্ল্যানের বৈধতা বাড়িয়েছে। তবে এর কারণ কী? আসলে এমনটা হতেই পারে এই সুবিধা দিয়ে কোম্পানিটি কিছু মানুষকে তাদের দিকে আনতে চাইছে।

699 টাকার প্রিপেড প্ল্যান…

BSNL তার 699 টাকার প্রিপেড প্ল্যানের মেয়াদ বাড়িয়েছে। আগে এই প্ল্যানটি 130 দিনের জন্য ছিল। কিন্তু এখন এটি 150 দিন চলবে। মানে আপনি 20 দিন বেশি এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানটি প্রতিদিন 0.5GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS দেয়। প্রথম 60 দিনের জন্য আপনি বিনামূল্যে আপনার পছন্দের একটি রিংটোন সেট করতে পারবেন।

BSNL-এর 999 টাকার প্ল্যান…

BSNL তার 999 প্রিপেড প্ল্যানেও দারুণ একটি পরিবর্তন করেছে। আগে এই প্ল্যানটি 200 দিনের জন্য চলত, কিন্তু এখন এটি 215 দিন ব্যবহার করতে পারবেন। মানে 15 দিনের জন্য বাড়তি সুবিধা পাবেন। এই প্ল্যানে আপনি শুধুমাত্র আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন এবং 60 দিনের জন্য আপনার পছন্দের একটি রিংটোন সেট করতে পারবেন। তাছাড়া এই প্ল্যানে আপনি কিন্তু কোনও ইন্টারনেট ডেটা বা SMS পাবেন না।

এদিকে আবার BSNL সম্প্রতি তার জনপ্রিয় 99 টাকার প্ল্যানের বৈধতা কমিয়েছে। আগে এই প্ল্যানটি 18 দিনের জন্য দেওয়া হত। কিন্তু এখন তা 17 দিনের জন্য হয়ে গিয়েছে। তবে কোনও সুবিধা কমানো হয়নি। শুধু একদিনের বৈধতাই কমিয়েছে কোম্পানিটি।