বিএসএনএলের ১৯৯৯ টাকার প্ল্যানে বড় বদল, ৩ জিবির পরিবর্তে এবার ২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা

Sohini chakrabarty |

Feb 01, 2021 | 2:22 PM

এই প্ল্যানের মেয়াদ থাকছে আগের মতোই, অর্থাৎ ৩৬৫ দিন।

বিএসএনএলের ১৯৯৯ টাকার প্ল্যানে বড় বদল, ৩ জিবির পরিবর্তে এবার ২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা
থাকবে আনলিমিটেড কল এবং ১০০ এসএমএসের সুবিধা।

Follow Us

সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল তাদের ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে বেশ কিছু পরিবর্তন এনেছে। যুক্ত হয়েছে নতুন কয়েকটি পরিষেবা। এর আগে এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা পেতেন গ্রাহকরা। আজ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি ১, ২০২১ থেকে এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। এছাড়াও থাকবে আনলিমিটেড কল এবং ১০০ এসএমএসের সুবিধা।

প্রতিদিন যে ২ জিবি ডেটা গ্রাহকরা পাবেন, তার হাই স্পিড শেষ হয়ে যাওয়ার পর ৮০ কেবিপিএস স্পিডে ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা। এছাড়াও আনুষঙ্গিক যে সমস্ত পরিষেবা গ্রাহকরা পাবেন তার মধ্যে রয়েছে ফ্রি PRBT-র সুবিধা। এর সাহায্যে আনলিমিটেড গান বদল করা যাবে। প্রথাগত রিংটোনের পরিবর্তে পছন্দসই গান লাগাতে পারবেন গ্রাহকরা। এছাড়াও ৩৬৫ দিনের জন্য এরস নাউ এন্টারটেনমেন্ট এবং ৬০ দিনের জন্য লোকধুন কনটেন্ট-এর অফার পাওয়া যাবে। তবে একটি প্ল্যানে (এই রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে) মাল্টিপল বা একাধিক রিচার্জের সুবিধা আপাতত বন্ধ করে দিয়েছে বিএসএনএল।

এই প্ল্যানের মেয়াদ থাকছে আগের মতোই, অর্থাৎ ৩৬৫ দিন। তবে ডেটা প্যাকের পরিমাণ কমে গিয়েছে। যদিও মুম্বই এবং দিল্লির ক্ষেত্রে এমটিএনএল নেটওয়ার্কে আনলিমিটেড কলের পরিষেবা পাবেন গ্রাহকরা।

অন্যদিকে বিলাসপুর এবং কোরবা, ছত্তিশগঢ়ের এই দুই রাজ্যে ইতিমধ্যেই বিএসএনএলের ৪জি পরিষেবা চালু হয়েছে। ওই রাজ্যের অন্যান্য অংশেও ৪জি পরিষেবা চালু করার প্রচেষ্টায় রয়েছে বিএসএনএল।

Next Article