+92 ফোন নম্বর থেকে আসছে WhatsApp কল, ধরতে না ধরতেই অ্যাকাউন্ট থেকে গায়েব 7 লাখ টাকা
সোশ্যাল মিডিয়া অ্যাপে যে মেসেজটি পাঠানো হয় তাতে লেখা থাকে, 'অনেক শুভেচ্ছা! আপনি একটি iPhone 14 জিতেছেন বড়ে ভাই ও ছোট ভাইয়ের কাছ থেকে। তার জন্য আপনাকে মাত্র 3,000 টাকা দিতে হবে। যে নম্বরটি দেওয়া হয়েছে, তাতে UPI করে টাকাটা পাঠিয়ে দিন।'

প্রতিদিন ভারতে অনলাইন প্রতারণার ঘটনা বেড়ে চলেছে। নিত্যনতুন উপায়ে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নিতে কোনও ফাঁকই বাকি রাখছে না জালিয়াতরা। ওয়ার্ক ফ্রম হোম স্ক্যাম, ইউটিউব স্ক্যাম, ওটিপি স্ক্যাম এখন অতীত। সেই জায়গায় এসেছে WhatsApp Scam। প্রতারকরা সাধারণ মানুষকে হোয়াটসঅ্যাপ কল করছে এবং নানা অছিলায় ব্যাঙ্কের সব তথ্য হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছে মুহূর্তের মধ্যে। সম্প্রতি আর একটি হোয়াটসঅ্যাপ প্রতারণার ঘটনায় উত্তাল হয়েছে সারা দেশ। বিনামূল্যে আইফোন সহ অন্যান্য অ্যাপল প্রোডাক্ট দেওয়ার নামে ছাপোষা মানুষের কাছে হোয়াটসঅ্যাপ কল আসছে এমনই নম্বর থেকে, যা শুরু হচ্ছে +92 থেকে।
আমেদাবাদের এক ব্যক্তি এই প্রতারণার চক্করেই 7 লাখ টাকা দিয়ে বসেছেন এক প্রতারককে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দুবাই থেকে ফ্রি-তে iPhone 14 দেওয়ার কথা বলে ইনস্টাগ্রামে একটি মেসেজ আসে। সোশ্যাল মিডিয়া অ্যাপে যে মেসেজটি পাঠানো হয় তাতে লেখা থাকে, ‘অনেক শুভেচ্ছা! আপনি একটি iPhone 14 জিতেছেন বড়ে ভাই ও ছোট ভাইয়ের কাছ থেকে। তার জন্য আপনাকে মাত্র 3,000 টাকা দিতে হবে। যে নম্বরটি দেওয়া হয়েছে, তাতে UPI করে টাকাটা পাঠিয়ে দিন।’
এখন আপনিই বলুন, 70,000 টাকার একটা ফোন মাত্র 3,000 টাকা খরচ করে কে না পেতে চায়! আমেদাবাদের ওই ব্যক্তিও তাই করেছিলেন। UPI এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন সেই পরিমাণ টাকা। তার ঠিক পরের দিন প্রতারকরা তাঁর সঙ্গে ফের যোগাযোগ করেন এবং বলেন, iPhone তাঁর হাতে আসার জন্য তৈরি, শীঘ্রই ডেলিভারি করা হবে যা সুরাট এয়ারপোর্টে রয়েছে এখন। তারপর ডেলিভারির জন্য আরও 8,000 টাকা চাওয়া হয়। সেই টাকাও তিনি দিয়ে দেন। কিন্তু আইফোনটা আর শেষ পর্যন্ত তাঁর কাছে পৌঁছয়নি।
এরপরই তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন, 6.76 লাখ টাকা গায়েব। এই কয়েক দিনের ব্যবধানে প্রতারকরা ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ টাকা হাপিশ করে দিয়েছে। তারপর তিনি প্রতারককে ফোন করার চেষ্টা করেন। কিন্তু সেই নম্বরটি সুইচড অফ ছিল। মাত্র 3,000 টাকায় একটা 70,000 টাকা দামের iPhone পাওয়ার লোভে এভাবেই তিনি খুইয়ে ফেলেন 7 লাখ টাকা প্রায়।
পুলিশের তরফে জানানো হয়েছে ‘বড় ভাই’ প্রতারণা কাণ্ডে বহু মানুষ টাকা হারিয়েছেন। দুবাই থেকে ফোন করা হচ্ছে বলেই এই ধরনের প্রতারণা কলগুলি আসছে। প্রত্যেকটি ক্ষেত্রেই ফোন নম্বরের আগে রয়েছে +92, যা পাকিস্তানের কোড। মূলত, ভারতীয় নাগরিকদের টার্গেট করেই আসছে এই ফোন কল। তবে পুলিশ জানিয়েছে, এই কলার তথা প্রতারকরা পাকিস্তানের বাসিন্দা নয়। আসলে দুবাইতে একটি জনপ্রিয় ইলেকট্রনিক্স দোকান রয়েছে, যার নাম ‘বড়ে ভাই অ্যান্ড ছোটে ভাই’।
এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান থেক কেউ কল না করেও তাহলে নম্বরের আগে +92 থাকে কী করে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা ভার্চুয়াল ফোন নম্বর তৈরি করছে। যাঁরা বিষয়টি নিয়ে অবগত নন, জেনে রাখা ভাল যে কান্ট্রি কোড ’92’ বা অন্য কোনও কোড দিয়ে শুরু হওয়া ভার্চুয়াল ফোন নম্বর তৈরি করা সহজাতভাবে বেআইনি বা প্রতারণামূলক নয়। ভার্চুয়াল ফোন নম্বর হল বৈধ একটা টুল, যা বিভিন্ন সংস্থা এবং মানুষজন বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে। এখন স্ক্যামাররাও এই ভার্চুয়াল ফোন নম্বরগুলিকে প্রতারণামূলক কার্যকলাপের জন্য ব্যবহার করছে।
