Google Search Tips 2023: ভুলেও নতুন বছরে এই 5 বিষয় Google করবেন না, দরজায় কড়া নাড়তে পারে পুলিশ…
গত বছরে Gogle Search-এ কিছু সিলি মিস্টেকের কারণে ভিয়েতনামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছিল। তাই, গুগল সার্চিংয়ের সময় কোন কোন জিনিস খুঁজবেন না, সেগুলি একবার দেখে নিন।

Don’t Google These Things: আমাদের জীবনের যা-কিছু অজ্ঞাত, তার উত্তর জানতে আমরা চলে যাই Google স্যরের কোচিং সেন্টারে। অজানা ঠিকানা থেকে অদেখা কোনও কিছু— এক লহমায় গুগল সবকিছু আমাদের চোখের সামনে হাজির করে দেয়। এহেন Google-এ কোনও কিছু Search করার সময় আমাদের অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। কারণ, সামান্য ভুলেই আপনাকে হাজতবাস পর্যন্ত করতে হতে পারে। বিশ্বজুড়ে সমস্ত Google ইউজারদের সার্চ ইঞ্জিন জায়ান্টটির টাইট সিকিওরিটি পলিসি মেনে চলতে হয়।
তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, প্রতিটা দেশের জন্য Google-এর নিজস্ব পলিসি রয়েছে। সেই নিয়মগুলো গুগল জারি করে, সংশ্লিষ্ট দেশগুলির কথা মাথায় রেখেই। কিন্তু, এখন আপনাকে Google Search করার সময় একটু বেশি করেই সতর্ক থাকতে হবে। এমনই পাঁচটি স্পর্শকাতর বিষয় রয়েছে, যেগুলো আপনাকে মহা বিপদে ফেলতে পারে। গত বছরে Gogle Search-এ কিছু সিলি মিস্টেকের কারণে ভিয়েতনামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছিল। তাই, গুগল সার্চিংয়ের সময় কোন কোন জিনিস খুঁজবেন না, সেগুলি একবার দেখে নিন।
1) বম্ব কীভাবে তৈরি করে
সার্চ ইঞ্জিনে এই ধরনের বিষয়ের অনুসন্ধান করা ভয়ঙ্কর হতে পারে। বম্ব কীভাবে তৈরি করে, এই বিষয়টা আপনি যদি Google-এ সার্চ করেন, তাহলে আপনি সরকারি নিরাপত্তা কর্মী এবং সার্চ ইঞ্জিনের কর্মীদের টার্গেট হয়ে যেতে পারেন। শুধু বম্ব তৈরি কেন, এমন কিছু বিষয় যা মানুষের ক্ষতি করতে পারে, তার Google Search করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে।
2) অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কিত প্রশ্ন
এমন কোনও বিষয়, যা আপনার নজরে অপরাধমূলক, সেই সংক্রান্ত কোনও প্রশ্ন গুগলের কাছে করবেন না। কারণ, অপরাধমূলক তথ্যের অনুসন্ধান সবসময়ই বিপজ্জনক হতে পারে Google-এ। যেমন ধরুন, কাউকে ভয় দেখাতে বা কাউকে আক্রমণ করার জন্য আপনি গুগলে গিয়ে বন্দুকের দাম দেখছেন, বা বন্দুকের মডেল দেখছেন, সার্চ করলেই জেলযাত্রা হতে পারে আপনার। পাশাপাশি এমন কিছু মাদকদ্রব্য, যা আপনার দেশে বেআইনি বা নিষিদ্ধ, তার অনুসন্ধানও আপনার জন্য যথেষ্ট ঝুঁকির হতে পারে।
3) চাইল্ড পর্ন সংক্রান্ত যে কোনও বিষয়ের অনুসন্ধান
ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু পর্নোগ্রাফিক সংক্রান্ত যে কোনও কন্টেন্ট বা বিষয়ের অনুসন্ধান করাকে এক্কেবারেই ভাল চোখে দেখে না Google। খুব সহজ ভাবে বলতে গেলে, এমন স্পর্শকাতর বিষয়গুলির Google Search আসলে বেআইনি। আপনি যদি অন্য কোনও পন্থা অবলম্বন করে গুগলের কাছ থেকে এই ধরনের অনুসন্ধান করতে যান, ঘুরপথে তা-ও কিন্তু ধরে ফেলতে পারে গুগল। তাই, আপনার বাড়িতে যাতে পুলিশ কড়া না নাড়ে, তা নিশ্চিত করতে এই বিষয়গুলির খেয়াল রাখুন।
4) গর্ভপাত সংক্রান্ত কোনও শব্দ লিখবেন না
Google Search-এ নিয়মিত গর্ভপাত সংক্রান্ত যে কোনও বিষয়ের অনুসন্ধান ভয়ঙ্কর হতে পারে। বিভিন্ন দেশে যেমন গুগলের নিজস্ব নিয়ম আছে, ভারতও তার অন্যথা নয়। তাই, গর্ভপাত সম্পর্কিত বিষয়ের অনুসন্ধান নিয়ে কেবল ভারতের ব্যবহারকারীদের জন্যই Google একটু বেশিই সতর্ক। সেই দিকটা মাথায় রেখেই গুগলে গর্ভপাত নিয়ে আপনারও অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন।
5) আক্রান্তের পরিচয় ফাঁস করা
যৌন নিপীড়নের শিকার এমন ব্যক্তির পরিচয় বা পরিস্থিতি সম্পর্কিত যে কোনও তথ্য গোপন রাখতে হবে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, প্রিন্ট বা ডিজিটাল মিডিয়াতে এই ধরনের আক্রান্তের পরিচয় ফাঁস করলে ভয়ঙ্কর শাস্তি হতে পারে। এরকম বিষয় নিয়ে গুগল সার্চ বা গুগলে আক্রান্তের পরিচয় ফাঁস করে দিলে জেলে পর্যন্ত যেতে হতে পারে।
