বাড়িঘর পরিষ্কারের জন্য আজকাল অনেকেই ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে থাকেন। বিশেষ করে যাঁদের বড় বাড়ি রয়েছে, তাঁদের ক্ষেত্রে ভ্যাকুয়াম ক্লিনার সত্যিই খুব উপকারি। কিন্তু অনেকসময়েই ঘর পরিষ্কারের পরও এমন কিছু ধূলিকণা থেকে যায় যা সচরাচর আমরা খালি চোখে দেখতে পাই না। এবার থেকে এইসব ধূলিকণা খুঁজে দেবে এক অত্যাধুনিক ভ্যাকুয়াম ক্লিনারের লেসার রশ্মি।
Dyson V15 Detect ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে আপনি ঘরে থাকা নজরে না আসা ধুলোবালি খুঁজে পাবেন। এই ভ্যাকুয়াম ক্লিনারে রয়েছে লেসার ডাস্ট ডিটেকশন সিস্টেম। ইতিমধ্যেই ইউটিউবে লঞ্চ ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে সংস্থার তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিক কীভাবে কাজ করবে এই অত্যাধুনিক ভ্যাকুয়াম ক্লিনার। জানা গিয়েছে, এই ভ্যাকুয়াম ক্লিনারে রয়েছে একটি acoustic piezo সেনসর। এর সাহায্যে ‘সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন’- এর মাধ্যমে ধূলিকণা খুঁজে পাবেন ব্যবহারকারীরা। ভ্যাকুয়াম ক্লিনার চালালে অনেকটা ফ্যানের আকারে ছড়িয়ে পড়বে লেসার লাইট। তার ফলেই সারফেস এরিয়াতে ছড়িয়ে থাকা নজরে না আসা ধুলোবালি খুঁজে পাওয়া যাবে।
এই ভ্যাকুয়াম ক্লিনারে রয়েছে একটি এলসিডি স্ক্রিনও। ঠিক কী ধরনের পার্টিকেল পরিষ্কার করা হচ্ছে, সেইসব দেখা যাবে ওই স্ক্রিনে। এ ছাড়াও ব্যাটারিতে কতটা চার্জ রয়েছে এবং কী কী ভ্যাকুয়াম মোড রয়েছে সেইসবও দেখা যাবে এই স্ক্রিনেও। যদি নোংরা বেশি বেশি থাকে তাহলে প্রসেসরের সাহায্যে ভ্যাকুয়ামের শক্তি বাড়িয়ে দেওয়ায় সম্ভব। আমেরিকায় ইতিমধ্যেই লঞ্চ হয়েছে এই ভ্যাকুয়াম ক্লিনার। এর দাম ৬৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৫০,৭৭০ টাকা। তবে ভারতে এই ভ্যাকুয়াম ক্লিনার কবে লঞ্চ হবে সেই ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।