AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Twitter Video App: শীঘ্রই স্মার্টটিভির জন্য টুইটার ভিডিয়ো অ্যাপ আনছেন ইলন মাস্ক, দেখা যাবে মনপসন্দ ভিডিয়ো

Twitter New App: শীঘ্রই স্মার্ট টিভির জন্য টুইটার ভিডিয়ো অ্যাপ আনতে চলেছেন ইলন মাস্ক। আগামী দিনে কোম্পানিটি আরও ইউটিউবের মতো জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মকে টেক্কা দিতে চলেছে। এই অ্যাপের কাজ কী হবে?

Twitter Video App: শীঘ্রই স্মার্টটিভির জন্য টুইটার ভিডিয়ো অ্যাপ আনছেন ইলন মাস্ক, দেখা যাবে মনপসন্দ ভিডিয়ো
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 1:53 PM
Share

Video App For TV: বিগত কয়েক দিন ধরে টুইটার নিয়ে আলোচনার শেষ নেই। আর ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি প্ল্যাটফর্মে অনেক পরিবর্তন করেছেন। বিভিন্ন নতুন নতুন ফিচার যোগ করেছেন। সম্প্রতি, তিনি টুইটার ব্লু ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে দীর্ঘ ভিডিয়ো পোস্ট করার অপশন দিয়েছেন। অর্থাৎ যাদের টুইটার ব্লু রয়েছে, তারা একটি বিশেষ সুবিধা পান। টুইটার ব্লু ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে 2 ঘন্টা পর্যন্ত HD ভিডিয়ো আপলোড করতে পারেন। লোকেরা এই ফিচারটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ব্যবহারকারী প্ল্যাটফর্মে সম্পূর্ণ সিনেমা আপলোড করা শুরু করে। একজন ব্যবহারকারী টুইটারে John Wick 4 পোস্ট করেন। আর তারপরেই ন্যাশনাল মিউজিক পাবলিক অ্যাসোসিয়েশন টুইটারের বিরুদ্ধে একটি মামলা করেছে এবং ক্ষতি হিসাবে প্রতি গানের জন্য 1 কোটি টাকার বেশি দাবি করেছে। কিন্তু তারপরেও একটি নতুন ফিচার আনতে চলেছে কোম্পানিটি।

শীঘ্রই স্মার্ট টিভির জন্য টুইটার ভিডিয়ো অ্যাপ আনতে চলেছেন ইলন মাস্ক। একজন টুইটার ব্যবহারকারী ইলন মাস্ককে টুইট করে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, যার জবাবে মাস্ক বলেছিলেন যে, খুব শীঘ্রই ভিডিয়ো অ্যাপটি স্মার্ট টিভিতে আসবে। এই অ্যাপের কাজ কী হবে? যেমন ইউটিউবের সঙ্গে স্মার্ট টিভি কানেক্ট করে বিভিন্ন সিনেমা বা ভিডিয়ো দেখা যায়। ঠিক তেমনই কাজ করবে টুইটারও। আপনি চাইলে টুইটারের ভিডিয়োগুলি স্মার্ট টিভিতে দেখতে পারেন। আগামী দিনে কোম্পানিটি আরও ইউটিউবের মতো জনপ্রিয় ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মকে টেক্কা দিতে চলেছে। তবে এই সুবিধা প্রছমে ব্লু টিক ব্যবহারকারীরাই পাবেন বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি META তার ব্যবহারকারীদের জন্য ভেরিফায়েড অ্যাকাউন্ট পরিষেবা চালু করেছে। আপনি Instagram বা Facebook অ্যাপের মাধ্যমে Meta Verified পরিষেবা কিনে নিতে পারেন। Facebook এবং Instagram ব্যবহারকারীদের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন কিনতে সরকারি আইডি প্রমাণ দিতে হবে। তারপরে যদি আপনি এই পরিষেবা পেয়ে যান, তখন আরও অনেক সুবিধা পাবেন। তবে এর জন্য আপনাকে প্রতি মাসে 699 টাকা খরচ করতে হবে। আপনি এই পরিষেবা কিনলে অনেক সুবিধা পেয়ে যাবেন। তবে যাদের আগে থেকেই ভ্যারিফায়েড ব্যাজ রয়েছে, তাদের ক্ষেত্রে কী হবে, তা এখনও জানায়নি কোম্পানিটি।