‘ফেসবুক’-এর আজ জন্মদিন। আজ, ৪ ফেব্রুয়রি ১৭ বছরে পা দিল বিশ্ববন্দিত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মার্ক জা়কারবার্গ ও তাঁর চার বন্ধু এডুয়োর্ডো সেভারিন, অ্যান্ড্রু ম্যকোললাম, ডাস্টিন মস্কোভিটজ়, ক্রিস হিউগস মিলে শুরু করেছিলেন এই সোশ্যাল সফর। শুরুটা সুখকর না হলেও ১৭ বছর শেষে বিশ্বের অন্যতম ধনী এই পাঁচ বন্ধু। আজ জন্মদিনে ‘বন্ধুত্ব’ উদযাপনে মাতল ফেসবুক।
আরও পড়ুন এক বছরে আটটি ছবির শুটিং করছেন ইয়ামি গৌতম! কী বলেছেন অভিনেত্রী?
‘ফ্রেন্ডস ডে’ কাস্টম অ্যানিমেশন। তাতে দেখা যাচ্ছে একজন মহিলার মাথায় রুমাল বাঁধা এবং তার পাশে রয়েছে একজন কমবয়সি ছেলে। নিজেদের মধ্যে মেসেজে প্রচুর ইমোজি দিয়ে চালাচালি করছে।
Today, February 4, marks Facebook’s 17th birthday. Each year we recognize this day as Friends Day and in 2021 we’re celebrating it with a custom animated Wordmark. pic.twitter.com/G223yfQNFb
— Alexandru Voica ? (@alexvoica) February 4, 2021
শুধুমাত্র ভারতে ফেসবুকের অ্যাক্টিভ ইউজার সংখ্যা ২৪১ মিলিয়ন। আর বিশ্বজুড়ে ফেসবুকের অ্যাক্টিভ ইউজার সংখ্যা প্রায় ২.৬ বিলিয়ন। বছরের পর বছর ধরে, এটি ‘মেসেঞ্জার’, ‘হোয়াটসঅ্যাপ’, ‘ইনস্টাগ্রাম’ এবং ‘ওকুলাস’ সহ অনেকগুলো সোশ্যাল পরিষেবা যুক্ত এবং অর্জন করেছে। বিশ্বে হোয়াটসঅ্যাপের আনুমানিক ইউজার প্রায় ১.৫ বিলিয়ন। ভারতে যা ৪০০ মিলিয়নেরও বেশি। গোটা বিশ্বে ৮০০ মিলিয়নেরও বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে।
Today is #FriendsDay – the day Facebook was born. This one is extra special ✨ because, as Facebook Groups like Friendspiration (Only if you love FRIENDS) remind us, these days we need our friends more than ever. #MoreTogether pic.twitter.com/V5IunU4MGq
— Facebook App (@facebookapp) February 4, 2021
তবে বিতর্কের মুখও দেখতে হয়েছে ফেসবুককে। প্রাইভেসি পলিসি নিয়ে বারবার বিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপকে। ইউজারের তথ্য নিয়ে অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে শেয়ার করার অভিযোগ ওঠে ফেসবুকের বিরুদ্ধে। এই মুহূর্তে অস্ট্রেলিয় সরকারের সঙ্গে ফেসবুক এখন লড়াইয়ে। সে দেশের সরকারের দাবি, যে মিডিয়া সংস্থাগুলির খবর নিজের প্ল্যাটফর্মে প্রকাশ করে ‘ট্র্যাফিক’ আনে ফেসবুক, সে-ই সব সংস্থাগুলিকে খবরের জন্য অর্থ দিতে হবে মার্ক জা়কারবার্গের সংস্থা।
এখনও পর্যন্ত যে সর্বোচ্চ বিতর্কের মুখে পড়ে ফেসবুক তা হল কেমব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডেল। ৮৭ মিলিয়ন ফেসবুক ইউজারদের তথ্য নিয়ে রাজনৈতিক বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে বলে দাবি করে কেমব্রিজ অ্যানালিটিকা। হোয়াইট হাউসের তরফ থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হওয়ার জেরে প্রায় ৫ (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৮,১৫৯ কোটি )বিলিয়ন জরিমানা ধার্যও করা হয় ।