AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হ্যাকিং-কাণ্ড এড়াতে ‘Overwatch 2’-এর সার্ভার বন্ধ করল Blizzard

জনপ্রিয় গেমিং কোম্পানি Blizzard তার 'Overwatch 2'-এর সার্ভারগুলি তুলে নিয়েছে। আর তার উদ্দেশ্য একটাই, পরবর্তী ফিক্সগুলি রোলআউট করে বড়সড় হ্যাকিংয়ের কাণ্ড থেকে গেমিং উপভোক্তাদের বাঁচানো।

হ্যাকিং-কাণ্ড এড়াতে 'Overwatch 2'-এর সার্ভার বন্ধ করল Blizzard
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Oct 08, 2022 | 10:10 AM
Share

জনপ্রিয় গেমিং কোম্পানি Blizzard তার ‘Overwatch 2’-এর সার্ভারগুলি তুলে নিয়েছে। আর তার উদ্দেশ্য একটাই, পরবর্তী ফিক্সগুলি রোলআউট করে বড়সড় হ্যাকিংয়ের কাণ্ড থেকে গেমিং উপভোক্তাদের বাঁচানো। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী পরপর দু’বার Overwatch 2-এর সার্ভার ডাউন হয়ে যায়। ডেটাবেসের বেশ কিছু আপগ্রেডেশনের জন্যই সার্ভার ডাউন করা হয় বলে জানিয়েছে গেমিং কোম্পানিটি। সোশ্যাল মিডিয়ায় এই গেমের ডেভেলপার সংস্থার তরফে দাবি করা হয়েছে, অ্যাকাউন্ট মার্জ, লগইন এবং ফার্স্ট টাইম ইউজার এক্সপিরিয়েন্স মজবুত করতেই এই বাগগুলি ফিক্স করা হয়।

সেই সময়কালেই প্লেয়াররা লগইন করতে পারছিলেন না। তাই, গেমটিও খেলতে পারছিলেন না। প্লেয়ারদের কিউ অ্যাড্রেস করতে ডেটাবেসের আপগ্রেড করা হয় বলে সংস্থাটি জানিয়েছে। কোম্পানির তরফে আরও দাবি করা হয়েছে, Overwatch 2 ক্লাইন্টদের ক্র্যাশ এবং ব্ল্যাক স্ক্রিনের সমস্যা এড়াতে পিসি থেকে গেমটিকে একবার আপডেট করে নিতে হবে।

সংস্থাটি জানাচ্ছে, ইতিমধ্যেই গেমটি যাঁরা খেলছেন, তাঁরা অভিজ্ঞতা আরও ভাল করতে একবার ফোন নম্বরটি নতুন করে গেমিং প্ল্যাটফর্মে দিতে পারেন। প্রসঙ্গত, গত 4 অক্টোবর লঞ্চ করা হয় Blizzard-এর ‘Overwatch 2’। আর সেই দিনই একটি বড়সড় সাইবারঅ্যাটাকের ঘটনা ঘটে। পরবর্তী দুই দিন পর্যন্ত ইউজারদের এই গেম খেলতে গিয়ে একাধিক সমস্যায় জেরবার হতে হয়।

একটি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক চলতি বছরে একটি বড় গেমকে আক্রমণ করে, যা আসলে 2016 সালের এই জনপ্রিয় মাল্টিপ্লেয়ার শুটারের ফলো-আপ। যে সব প্লেয়াররা সার্ভার অ্যাক্সেস করতে পারছিলেন না, তাঁরা একাধিক সমস্যার সম্মুখীন হন। যেমন, ম্যাচ থেকে তাঁদের হুট করে বের করে দেওয়া হয়, বিভিন্ন ধরনের লঞ্চ-ডে ইনস্টেবিলিটি-সহ আরও অনেক কিছু। Blizzard-এর ‘Overwatch 2’ হল একটি ফ্রি টু প্লে গেম। এটি একটি দল-ভিত্তিক অ্যাকশন গেম, যা অপ্টিমিস্টিক ফিউচারে সেট করা হয়েছে।