করোনার দাপটেও ফাঁকি নেই কর্তব্যে, জনস্বাস্থ্য কর্মী এবং গবেষকদের ধন্যবাদ জানাল গুগল ডুডল

Sohini chakrabarty |

Apr 26, 2021 | 12:02 PM

বেশ কয়েক বছর ধরেই গুগল ডুডলের মাধ্যমে নানা ধরণের সামাজিক বার্তা দেওয়া হয়।

করোনার দাপটেও ফাঁকি নেই কর্তব্যে, জনস্বাস্থ্য কর্মী এবং গবেষকদের ধন্যবাদ জানাল গুগল ডুডল
২০১৪ সালের মধ্যে গুগল দু'হাজারের বেশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ডুডল প্রকাশ করেছিল।

Follow Us

দেশজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব। ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে কোভিডের সমস্ত দাপট সহ্য করেই নিজেদের দায়িত্ব, কর্তব্য পালন করে চলেছেন প্রথম সারির কোভিড যোদ্ধারা। আর তাঁদের শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে আজকের গুগল ডুডল। সমস্ত জনস্বাস্থ্য কর্মী এবং বিজ্ঞানের জগতে প্রতি মুহূর্তে ভাইরাস সম্পর্কিত গবেষণারত বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়েছেন গুগল কর্তৃপক্ষ।

তবে শুধু যে শ্রদ্ধা জ্ঞাপন বা কুর্নিশ জানানো তা কিন্তু নয়। বরং পাবলিক হেলথ ওয়ার্কার এবং সায়েন্টিফিক কমিউনিটির রিসার্চারদের ‘ধন্যবাদ’- ও জানানো হয়েছে গুগল ডুডলের অ্যানিমেশনের মাধ্যমে। গুগল ক্রোম খুলে সার্চ ইঞ্জিনের উপরে থাকা অ্যানিমেশনে ক্লিক করলেই এই বার্তা দেখা যাবে। গুগল ডুডলের অ্যানিমেশনে রয়েছে একটি ‘হার্ট’ বা ‘লাভ’ ইমোজি। সেই সঙ্গে গ্রাফের মাধ্যমের দেশের সার্বিক কোভিড পরিস্থিতির একটা ধারনা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটা গ্লোব আর কিছু বই, মাইক, পোডিয়াম ও অন্যান্য জিনিস, যা থেকে বোঝা যাচ্ছে যে ভাইরাস সংক্রান্ত গবেষণায় মারাত্মক ভাবে ব্যস্ত রয়েছেন বিজ্ঞানীরা।

বেশ কয়েক বছর ধরেই গুগল ডুডলের মাধ্যমে নানা ধরণের সামাজিক বার্তা দেওয়া হয়। কখনও বা বিখ্যাত ব্যক্তিত্বদের তাঁদের জন্ম বা মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হয়। কিংবা উদযাপন করা হয় প্রখ্যাত শিল্পীদের বিভিন্ন কাজ। তবে গুগল ডুডলের এইসব আঁকা, কার্টুন, ছোট ভিডিয়ো ক্লিপ কিংবা জিফ ফাইল সবসময়ই ক্ষণস্থায়ী। দীর্ঘক্ষণ গুগল সার্চ ইঞ্জিনের উপরে এইসব শিল্পকলা স্থায়ী হয় না। তবে স্মরণীয় প্রায় সব দিনই আজকাল আপনি ভুলে গেলেও, গুগল ডুডল আপনাকে মনে করিয়ে দেবে।

আরও পড়ুন- ইউজারদের ফের ‘টার্মস অফ সার্ভিস’ পরিবর্তনের বার্তা পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন?

২০১৪ সালের মধ্যে গুগল দু’হাজারের বেশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ডুডল প্রকাশ করেছিল। ২০১৯ সালের মধ্যে এই সংখ্যাটা চার হাজারের বেশি হয়ে গিয়েছে। বিশ্বব্যাপী ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে গুগল ডুডল।

Next Article