অলিগলি থেকে রাজপথ– হালফিলে চালকের ভরসা গুগল ম্যাপ। সেই গুগল ম্যাপেই এ বার যুক্ত হল নতুন ফিচার। চালকদের জন্য নতুন সুবিধে নিয়ে এল গুগল ম্যাপস। এ বার থেকে চালকদের জন্য ‘ইকো ফ্রেন্ডলি’ যাত্রাপথই সাজেস্ট করবে গুগল ম্যাপস।
‘ইকো ফ্রেন্ডলি’র বাংলা তর্জমা করলে দাঁড়ায় পরিবেশ বান্ধব। অর্থাৎ যে রুটে কম কার্বন নিষ্কাশন হবে সেই রুটেই চালককে গাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেবে গুগল ম্যাপ। গুগুলের কর্মকর্তা রাসেল ডিকার এমনটাই জানিয়েছেন এক বিবৃতিতে।
তবে এখনই এ দেশে নয়। গুগলের তরফে জানা যাচ্ছে, আমাতত আমেরিকা যুক্তরাষ্ট্রেই চালু হবে এই ফিচার। এর পর চালু হবে বাকি দেশ-মহাদেশেও। পরিবেশবিদদের একাংশের মতে এই নতুন ফিচার চালু হলে তা পরোক্ষে পরিবেশের ভারসাম্য বজায়েও সহায়ক হতে চলেছে। আপাতত নতুন এই ফিচারের কাজ চলছে জোরকদমে।