Gmail Package Tracking: কত দূর পৌঁছল আপনার অর্ডার? সরাসরি জিমেলেই আপনাকে জানিয়ে দেবে গুগল
Package Tracking Updates Via Gmail: এবার জিমেল ইউজারদের জন্য একটি প্যাকেজ ট্র্যাকিং ফিচার নিয়ে আসা হচ্ছে। বেশিরভাগ ট্র্যাকারই এক্সটার্নাল ওয়েবসাইটে নিয়ে যায় ডেলিভারির বিশদ তথ্য জানাতে। তবে গুগল এবার সরাসরি ডেলিভারি ট্র্যাক করার বিশেষ ফিচার নিয়ে আসছে ব্যবহারকারীদের জন্য।
Gmail Latest Feature: যে কোনও সমস্যার সমাধানসূত্র বের করা হোক বা অজানা কোনও প্রশ্নের উত্তরের খোঁজ- গুগল স্যরের কোচিং ছাড়া আমাদের গতি নেই! যত দিন যাচ্ছে, ততই আমাদের জীবন সহজ করে দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। সেই গুগল এখন আরও প্রয়োজনীয় তার ইমেল সার্ভিস তথা জিমেলের জন্য। এবার জিমেল ইউজারদের জন্য একটি প্যাকেজ ট্র্যাকিং ফিচার নিয়ে আসা হচ্ছে। বেশিরভাগ ট্র্যাকারই এক্সটার্নাল ওয়েবসাইটে নিয়ে যায় ডেলিভারির বিশদ তথ্য জানাতে। তবে গুগল এবার সরাসরি ডেলিভারি ট্র্যাক করার বিশেষ ফিচার নিয়ে আসছে ব্যবহারকারীদের জন্য।
ফিচারের নাম হতে চলেছে জিমেল প্যাকেজ ট্র্যাকিং। নাম থেকেই পরিষ্কার, ফিচারটি আপনার জিমেল ইনবক্সে কাজ করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ব্যবহারকারীদের আপডেট দিতে চলেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। সেই আপডেটের মধ্যে দিয়েই গুগল প্যাকেজ ট্র্যাকিংয়ের বিষয়ে আপনার অনুমতি নেবে। প্রাথমিক ভাবে এই ফিচারটি মার্কিন যুক্তরাষ্ট্রেই লঞ্চ করা হবে। তারপর এক এক করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তা রোলআউট করা হবে।
এ বিষয়ে গুগলের তরফে একটি ব্লগ পোস্টে লেখা হচ্ছে, “জিমেল একটি নতুন ফিচার নিয়ে আসছে, যা আপনার সমস্ত অর্ডার শিপমেন্টের ক্ষেত্রে অনেকটা সময় বাঁচাবে।”
আপনি যখন আপনার ডেলিভারি ট্র্যাক করার জন্য জিমেলে সম্মতি দেন, ব্যবহারকারীরা ইমেল হেডারের নীচে অর্ডারের স্টেটাস দেখতে পাবেন। মেলের ভিতরে আপনি অর্ডারের স্টেটাস, সেটি পাঠানো হয়েছে কি না, বিতরণ করা হয়েছে কি না এবং আরও অনেক কিছু সহ সমস্ত ডেলিভারির বিশদ বিবরণ দেখতে পাবেন একটি আলাদা বক্সে।
“আগামী সপ্তাহগুলিতে জিমেল ইনবক্সে আপনার প্যাকেজ ট্র্যাকিং এবং বিতরণ তথ্যের একটি সহজ, সহায়ক দৃশ্য দেখাবে। ট্র্যাকিং নম্বর সহ অর্ডারগুলির জন্য জিমেল আপনার ইনবক্স তালিকার দৃশ্যে এবং পৃথক ইমেলের শীর্ষে একটি সারাংশ কার্ডে আপনার বর্তমান ডেলিভারির স্টেটাস প্রদর্শন করবে,” ব্লগ পোস্ট যোগ করেছে গুগল।
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এই বৈশিষ্ট্যটি নিয়ে আসছে গুগল। সেখানে এটি প্রধান মার্কিন শিপিং ক্যারিয়ারগুলির জন্য উপলব্ধ হবে। গুগল এই বৈশিষ্ট্যটি অন্যান্য বাজারে আনার বিষয়ে কোনও টাইমলাইন এখনও পর্যন্ত শেয়ার করেনি। মনে করা হচ্ছে যে, ধীরে ধীরে টুলটি অন্যান্য দেশেও চালু করা হবে। ভারত সহ বিশ্বের অন্যান্য দেশগুলিতে এই জিমেল প্যাকেজ ট্র্যাকিং ফিচারটি কবে নাগাদ লঞ্চ করা হবে, সে বিষয়ে গুগল আপনার কাছে আপডেট পাঠিয়ে দেবে।
