এবছরই লঞ্চ হতে চলেছে অ্যানড্রয়েড ১২। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে গুগল। কিন্তু ইউজারদের ফোনে অ্যানড্রয়েড ১২ ভার্সান যুক্ত হলে বেশ কিছু পরিবর্তন আসবে। যার ফলে আরও আপগ্রেড এবং আপডেটেড হবে আপনার ফোন।
একনজরে দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন আসছে?
১। বিগ স্ক্রিনের স্মার্টফোনের ক্ষেত্রে থাকবে টাস্কবার। স্কিনের উপরের দিকে থাকবে এই টাস্কবার। আর সেখানে দেখা যাবে সেই সব অ্যাপ, যেগুলো আপনি সারাক্ষণ ঘাঁটেন।
২। ফেস বেসড অটোরোটেশন ফিচারও যুক্ত হতে পারে ফোনে। এই সিস্টেম চালানোর জন্য ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে। সেই ক্যামেরার সাহায্যে একজন ইউজার কীভাবে ফোনে স্ক্রিনে দিকে তালিয়ে রয়েছেন তা বোঝা যাবে। শুয়ে থাকা অবস্থায় ফোনে কিছু দেখা বা পড়ার ক্ষেত্রে এই সিস্টেম বিশেষ সুবিধা দেবে বলে জানিয়েছে গুগল।
৩। অ্যানড্রয়েড ১২ ভার্সানে হাই কোয়ালিটি এবং রেসোলিউশনের ভিডিয়ো দেখা যাবে। কিন্তু তার জন্য অতিরিক্ত স্টোরেজ খরচা হবে না। বরং কম খরচেই এই সুবিধা পাওয়া যাবে।
৪। AVIF ইমেজ ফরম্যাট থাকবে অ্যানড্রয়েড ১২- এ। তার ফলে ছবির কোয়ালিটি হবে অসাধারণ। জেপেগ ফরম্যাটেই দুর্দান্ত ঝকঝকে ছবি পাওয়া যাবে।
৫। হেভিওয়েট অ্যাপও এই অ্যানড্রয়েড ভার্সানে একদম ঝরেঝরে হয়ে চলবে। মাঝে মাঝে আটকে যাওয়ার সম্ভাবনা নেই। গেম খেলতেও সুবিধা হবে।
৬। অ্যানড্রয়েড ১১- তে থাকবে haptic-coupled audio effect। এর সাহায্যে গেমিং, মিউজিক, ভিডিয়ো সব পরিষেবাই স্পেশ্যাল হয়ে উঠবে। সবকিছু চলবে দারুণ স্মুথ ভাবে।
৭। নোটিফিকেশন আসবে দ্রুত। আর তার উপর ক্লিক করলেই খুলে যাবে নোটিফিকেশন। অর্থাৎ ফোন অনেক ফাস্ট বা দ্রুত গতির হয়ে যাবে।
৮। অ্যানড্রয়েড ১২ ভার্সানে গুগল প্লে-র তরফে আরও অনেক আপডেট পাওয়া যাবে। অর্থাৎ অত্যাধুনিক সব অ্যাপের খবরাখবর থাকবে আপনার কাছে।
৯। বিভিন ম্যালওয়্যার অ্যাটাক থেকে আপনার ফোনকে সুরক্ষিত রাখবে অ্যানড্রয়েড ১২- র স্পেশ্যাল ফিচার। অনেক বেশি নিরাপদে থাকবে আপনার ফোন।
১০। ফোল্ড করা যায় এমন ফোন এবং টিভির ক্ষেত্রে অ্যানড্রয়েড ১২ অনেক ভাল ভাবে কাজ করতে পারবে। Pixel 3 series, Pixel 3a series, Pixel 4 series, Pixel 4a series and Pixel 5— আপাতত গুগলের এইসব ফোনেই রয়েছে অ্যানড্রয়েড ১২ ভার্সান।