হিরো পরিবারে এল নতুন সদস্য, দাম সাধ্যের মধ্যেই

Nov 24, 2020 | 8:39 AM

হিরো পরিবারে এই নতুন সদস্যর কী কী ফিচার রয়েছে আর দাম-ই বা কত, তা জেনে নিন বিষদে।

হিরো পরিবারে এল নতুন সদস্য, দাম সাধ্যের মধ্যেই
হিরো পরিবারে এই নতুন সদস্যর কী কী ফিচার রয়েছে আর দাম-ই বা কত, তা জেনে নিন বিষদে।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: হিরো মোটোকর্প পরিবারের নতুন সংযোজন। বাজারে এল হিরো এক্সট্রিম ২০০এস বিএস৬ (Hero Xtreme 200S BS6)। চলতি মাসেই তাদের এই সুপারবাইকটি বাজারে নিয়ে এল অটো মোবাইল সংস্থাটি।

এর আগে অক্টোবরের গোড়ার দিকে এই টু -হুইলার প্রস্তুতকারী সংস্থাটি বাজারে নিয়ে এসেছিল হিরো স্প্লেন্ডার, হিরো গ্ল্যামার ব্লেজ, হিরো প্লেজার প্লাস প্ল্যাটিনাম এবং হিরো মায়েস্ত্রো এজ ১২৫ সহ চারটি আনকোরা উন্নতমানের ফিচার যুক্ত দু’চাকা। হিরো পরিবারে এই নতুন সদস্যর কী কী ফিচার রয়েছে আর দাম-ই বা কত, তা জেনে নিন বিষদে।


নতুন হিরো এক্সট্রিম ২০০এস বিএস৬-এর বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৬ হাজার (এক্স শোরুম, দিল্লি)। এটি মূলত পাওয়া যাবে তিনটি রঙে। পার্ল ফেডলেস হোয়াইট, স্পোর্টস রেড এবং প্যান্থার ব্ল্যাক। মুক্তোর মতো ফেড হয়ে যাওয়া সাদা রঙ কিন্তু একেবারে নতুন এডিশন। যদি বাইক নোংরা হওয়ার ভয় না থাকে তবে আপনি অনায়াসেই ট্রাই করতে পারেন এই কালারটি। ফিচারগুলিও উন্নতমানের এবং আধুনিক।

রয়েছে ১৯৯.৬ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এক্স সেন্স টেকনোলজি যুক্ত অয়েল কুল্ড ইঞ্জিন। এটি দৈর্ঘ্যে ২ হাজার ৬২ মিলিমিটার এবং প্রস্থে ৭৭৮ মিলিমিটার। ফুয়েল ট্যাঙ্কটি একবারে ১২.৮ লিটার তেল ভরার ক্ষমতা রাখে।

এ ছাড়াও রয়েছে এলইডি হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প। রয়েছে কল এলার্টের সুবিধেও। তা হলে কী ভাবছেন? বছরের শেষে নিজেকেই উপহার দেবেন নাকি হিরো-র এক্সট্রিম ২০০এস বিএস৬?

Next Article