অনলাইনে আজকাল কী হয় না বলুন তো? সবই পারবেন বাড়িতে বসেই। শুধু কীভাবে করবেন, তা জানা প্রয়োজন। ঠিক তেমনই আধার কার্ড থেকে শুরু করে, প্যান কার্ড এমনকী রেশন কার্ডেও কোনও সমস্যা হলে তা খুব সহজেই অনলাইনে ঠিক করে নেওয়া যায়। রেশন কার্ড হল ভারত সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি, যার মাধ্যমে প্রতি মাসে সরকার আপনাকে রেশন দেয়। এটি 1940 সালে শুরু হয়েছিল। রেশন কার্ড রাজ্য সরকার জারি করে এবং এটি একটি পরিচয়পত্র হিসাবেও ব্যবহৃত হয়। তাই এতে কোনও ভুল থাকলে রেশন পেতে যে সমস্যা হয়, তা বলাই বাহুল্য! তবে রেশন কার্ডে কোনও ধরনের ভুল থাকলে এখন তা খুব সহজে সংশোধন করে নেওয়া যায় বাড়িতে বসেই। এর জন্য সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। দেখে নিন বাড়িতে বসেই কীভাবে রেশন কার্ডে থাকা কোনও ভুল ঠিক করে নেবেন।
এর জন্য যে সব কাগজপত্র প্রয়োজন:
অনলাইনে কীভাবে করবেন?
অনলাইনে করা আবেদন আদৌ হয়েছে তো?
আপনি আপনার অনলাইন আবেদনটি চেকও করে ফেলতে পারবেন। অর্থাৎ এই যে এত কিছু করলেন অনলাইনে, তা আদৌ ঠিকভাবে হয়েছে কি না, দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগের (https://epds.nic.in/) ওয়েবসাইটে “Application Status” অপশনে যেতে হবে। তারপরে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখতে হবে। তারপর আপনাকে “Search”-এ ক্লিক করতে হবে। বর্তমানে আপনি যা আপডেট করেছিলেন, তা হয়েছে কি না এখানেই দেখে নিতে পারবেন।
কত টাকা লাগবে?
রেশন কার্ডে নাম, ঠিকানা এবং জন্মতারিখ আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না।